বহিরাগত অটো চালকদের থেকে তোলা আদায়ের অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলেরই সাংসদের!

তোলা, তোলার অভিযোগ কিছুতেই কমছে না। এবার বহিরাগত অটো চালকদের থেকে তোলা আদায়ের অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলেরই এক সাংসদের। তাঁর নির্দেশেই টাকা তুলছে এলাকার মাতব্বরা। এমনটাই অভিযোগ বাগুইআটি-সাতগাছি রুটের অটো চালকদের একাংশের।

Updated By: Jul 19, 2016, 11:55 AM IST
বহিরাগত অটো চালকদের থেকে তোলা আদায়ের অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলেরই সাংসদের!

ওয়েব ডেস্ক: তোলা, তোলার অভিযোগ কিছুতেই কমছে না। এবার বহিরাগত অটো চালকদের থেকে তোলা আদায়ের অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলেরই এক সাংসদের। তাঁর নির্দেশেই টাকা তুলছে এলাকার মাতব্বরা। এমনটাই অভিযোগ বাগুইআটি-সাতগাছি রুটের অটো চালকদের একাংশের।

আরও পড়ুন সিন্ডিকেট দৌরাত্ম্যে আজও জারি ধরপাকড়

তাঁদের বক্তব্য, রুটের যে সমস্ত অটো চালক দমদম বিধানসভা এলাকার বাসিন্দা নন,  তাঁদের মাসে এক থেকে দুই হাজার টাকা দিতেই হবে। শুধু তাই নয়, যেসমস্ত চালকরা তৃণমূল সমর্থক নন, তাঁদেরও অটো চালাতে দেওয়া হবে না বলে ফতোয়া জারি হয়েছে। আর এতেই সমস্যা পড়েছেন বহু অটো চালক।

আরও পড়ুন  লালবাজারের কড়া নির্দেশ পাঠানো হল শহরের হোটেলগুলিতে

.