প্রসঙ্গ পঞ্চায়েত: আইনশৃঙ্খলা ইস্যুতে হাইকোর্টের ধমক রাজ্যকে

পঞ্চায়েত নির্বাচনে আইনশৃঙ্খলা ইস্যুতে আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, রাজ্যে বিনা বাধায় প্রচারের পরিস্থিতি নেই। 

Updated By: Jul 5, 2013, 04:50 PM IST

পঞ্চায়েত নির্বাচনে আইনশৃঙ্খলা ইস্যুতে আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, রাজ্যে বিনা বাধায় প্রচারের পরিস্থিতি নেই। 
প্রচারপর্বে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল প্রদেশ কংগ্রেস।
সেই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ভোটের প্রচারে রাজ্যকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিকে কাল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে প্রচারপর্বে বাহিনীর ব্যবস্থা করতে হবে। দশই জুলাই কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।  

.