মানিকতলা কেন্দ্রে কি পুনর্গণনা? নির্বাচন সংক্রান্ত তথ্য সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Jul 16, 2021, 11:40 PM IST
মানিকতলা কেন্দ্রে কি পুনর্গণনা? নির্বাচন সংক্রান্ত তথ্য সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোট মিটতেই এবার রাজ্যে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। কলকাতার মানিকতলা কেন্দ্রে কি পুনর্গণনা হবে? নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৬ অগাস্ট।

মানিকতলা কেন্দ্রে পুনর্গণনা আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁর অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে। চূড়ান্ত ফলাফল স্পষ্ট করে ঘোষণা হয়নি। কল্যাণ চৌবে (Kalyan Chaubey) জানিয়েছেন,  '৩,৩৬৩ ভোটে এগিয়ে থাকতে দেখেছিলাম তৃণমুল প্রার্থীকে। অথচ চূড়ান্ত ফলে ২০ হাজারের কাছাকাছি ভোটে জিতে গেলেন তিনি। এমন অসামঞ্জস্য কীভাবে হল?' ফল ঘোষণার পর ৫ মে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে গণনা সংক্রান্ত নথি সংরক্ষণের আর্জি জানিয়েছিলেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এরপর ৩ জুলাই মামলা করেন হাইকোর্টে।  এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। 

আরও পড়ুন: হার্ট অ্যাটাকে আক্রান্ত Sadhan Pande, ভর্তি বেসরকারি হাসপাতালে

নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকারও। তাঁর অভিযোগ, ওই কেন্দ্রে জয়ী প্রার্থী বিজেপি স্বপন মজুমদার নির্বাচনী হলফনামা মিথ্যা তথ্য দিয়েছেন। সময়সীমা শেষ হওয়ার পরেও প্রচার চালিয়েছিলেন। এদিন সেই মামলাটির শুনানি হয়। বিচারপতি বিবেক চৌধুরীর প্রশ্ন, 'স্রেফ কেন্দ্রীয় বাহিনী প্রভাব খাটিয়েছে বলেই নির্বাচন বাতিল করে দেওয়া যায়? মামলাকারী বক্তব্য কতটা যু্ক্তিসঙ্গত'? পরবর্তী শুনানি ৩০ জুলাই। সেদিন দুই প্রার্থীকেই সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.