নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্বাস্থ্যভবনে বৈঠকে সরকারি হাসপাতালের কর্তারা

সরকারের নজরে এবার সরকারি হাসপাতালের নিরাপত্তা। কড়া প্রশাসন। এনিয়ে আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসলেন হাসপাতালের কর্তারা। সব MSVP, সুপারদের জরুরি তলব করা হয়েছে। হাসপাতালে CCTV বসানোর কাজ কোন পর্যায়ে? নিরাপত্তা ব্যবস্থা কতটা পাকাপোক্ত?সব বিষয়ই রয়েছে বৈঠকের আলোচ্য সূচিতে।

Updated By: Mar 18, 2017, 01:56 PM IST
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্বাস্থ্যভবনে বৈঠকে সরকারি হাসপাতালের কর্তারা

ওয়েব ডেস্ক : সরকারের নজরে এবার সরকারি হাসপাতালের নিরাপত্তা। কড়া প্রশাসন। এনিয়ে আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসলেন হাসপাতালের কর্তারা। সব MSVP, সুপারদের জরুরি তলব করা হয়েছে। হাসপাতালে CCTV বসানোর কাজ কোন পর্যায়ে? নিরাপত্তা ব্যবস্থা কতটা পাকাপোক্ত?সব বিষয়ই রয়েছে বৈঠকের আলোচ্য সূচিতে।

মেডিক্যালে শিশু চুরি কাণ্ডের পর, সরকারি হাসপাতালে নিরাপত্তার ফাঁকফোকড় নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। চড়ছে ক্ষোভ। এই অবস্থায় সরকারি হাসপাতালগুলির সুরক্ষা সংক্রান্ত বন্দোবস্তের দিকে এবার কড়া নজরদারি চালাতে চলেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন, দেহ আটকে রাখার অভিযোগ এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের বিরুদ্ধে!

.