দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ চাইল হাইকোর্ট

১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Jan 4, 2019, 12:51 PM IST
দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন : বিজেপির বিড়ম্বনা বাড়িয়ে দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার  রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিজেপি রাজ্য সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই প্রামাণ্য রিপোর্ট তলব করল আদালত।

আরও পড়ুন, 'সংশোধনী অসাংবিধানিক নয়', হাইকোর্টের রায়ে কাটল মেয়র নির্বাচনের কাঁটা

দলত্যাগী বিজেপি নেতা অশোক সরকার হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য দিলীপ ঘোষ দিয়েছেন, তা সঠিক নয়। সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট তলব করেছে।

আরও পড়ুন, বালিগঞ্জ পার্কে অভিজাত ব্যবসায়ী পরিবারে ভাসুরকে দিয়ে স্ত্রীকে ‘ধর্ষণ’ স্বামীর!

১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে কমিশনে যে তথ্য জমা পড়েছে, সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা খড়গপুর সদরের সাংসদ কী বর্ণনা দিয়েছেন, তা জানতে চেয়েছে আদালত।

.