মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা বুধবার

মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: Jun 1, 2021, 09:01 PM IST
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবং অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক। সেই মতো আগামিকাল, বুধবার পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।  
  

গত ২৭ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কোভিড বিধি মেনে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলিরই পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। বাকি বিষয়গুলির মূল্যায়ন হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টার। নিজের স্কুলেই এবার পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা।

অন্যান্য় বছর মাধ্যমিকের পরে হয় উচ্চমাধ্যমিক। তবে এবার ব্যতিক্রম। মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় যাতে পড়ুয়ারা অংশ  নিতে পারেন, সেজন্য উচ্চমাধ্যমিক আগে হচ্ছে এবার।

আরও পড়ুন- জুলাইয়ে উচ্চমাধ্যমিক, অগাস্টে মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা CM Mamata-র

.