Amit Shah: কাশীপুরে বিজেপি নেতা 'খুন', ঘটনাস্থলে যেতে পারেন অমিত শাহ

তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির (BJP)। বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Updated By: May 6, 2022, 11:05 AM IST
Amit Shah: কাশীপুরে বিজেপি নেতা 'খুন', ঘটনাস্থলে যেতে পারেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের (Amit Shah) রাজ্য সফরকালে কাশীপুরে বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু। মৃতের নাম অর্জুন চৌরাসিয়া। তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির (BJP)। সূত্রের খবর, কাশীপুরে যেতে পারেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ (Amit Shah) ছাড়াও কাশীপুরে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। ইতিমধ্যে অমিত শাহের 'স্বাগতম' অনুষ্ঠান বাতিল করেছে বিজেপি (BJP)। দিলীপ ঘোষ (Dilip Ghosh) অভিযোগ করেন, বাংলায় হিংসার রাজনীতি শুরু হয়েছে। বিরোধীদের প্রাণে মেরে আটকানোর পদ্ধতি শুরু হয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র চলছে। এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে টুইটারে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "তান্ত্রিকদের নরবলির মত। আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে। ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক।"

এই রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে কাশীপুর এলাকায় উত্তেজনা তুঙ্গে। ঘটনাস্থলে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিজেপি নেতা কল্যাণ চৌবে, রীতেশ তিওয়ারি। পুলিসের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডায় জড়ান   বিজেপি নেতারা এবং এলাকাবাসী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.