রাজ্যসভা নির্বাচন: ক্রস ভোটিং-এর পর দলবদল, তিন বাম বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলে, ভোট নষ্ট করলেন কং বিধায়ক লেবু, সহজ জয় পেলেন চার তৃণমূল ও এক বাম প্রার্থী, উঠল ভোট কেনাবেচার অভিযোগ

বাম ও কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার চতুর্থ আসনেও জয় নিশ্চিত করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন গাজোলের কংগ্রেস বিধায়ক সুশীল রায়, সুতির কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস। তিন বাম বিধায়কের ভোটও গিয়েছে তৃণমূলের পক্ষে। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল, আরএসপি বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং আরএসপি বিধায়ক দশরথ তিরকে। তিন প্রার্থীকে জিতিয়ে আনার পর তৃণমূলের বাড়তি আসন ছিল বিয়াল্লিশটি। গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়কের সমর্থন পায় তারা। তারপর বাম ও কংগ্রেসের পাঁচ বিধায়ক ভাঙিয়ে, চতুর্থ আসনেও তৃণমূল প্রার্থী আহমেদ হাসান ইমরানের জয় নিশ্চত হয়েছে।

Updated By: Feb 7, 2014, 12:55 PM IST

বাম ও কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার চতুর্থ আসনেও জয় নিশ্চিত করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন গাজোলের কংগ্রেস বিধায়ক সুশীল রায়, সুতির কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস। তিন বাম বিধায়কের ভোটও গিয়েছে তৃণমূলের পক্ষে। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল, আরএসপি বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং আরএসপি বিধায়ক দশরথ তিরকে। তিন প্রার্থীকে জিতিয়ে আনার পর তৃণমূলের বাড়তি আসন ছিল বিয়াল্লিশটি। গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়কের সমর্থন পায় তারা। তারপর বাম ও কংগ্রেসের পাঁচ বিধায়ক ভাঙিয়ে, চতুর্থ আসনেও তৃণমূল প্রার্থী আহমেদ হাসান ইমরানের জয় নিশ্চত হয়েছে।

সুজাপুরের কংগ্রেস বিধায়ক আবু নাসের খান চৌধুরীর বিরুদ্ধে উঠল ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার অভিযোগ। কংগ্রেস সমর্থিত প্রার্থী মালিয়াবাদীকে ভোট দিলেও, ব্যালট পেপারের পিছনে নিজের নাম স্বাক্ষর করে দেন তিনি। বিধিমতো তাঁর ব্যালটটি বাতিল হয়ে যাবে। আবু নাসের ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করেছেন বলে অভিযোগ তুলেছে কংগ্রেসেরই একাংশ।

রাজ্যসভায় এক বিধায়ককে জিতিয়ে আনতে ৪৯ জন বিধায়কের ভোট প্রয়োজন। চতুর্থ আসনে তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট পড়েছে পঞ্চাশটি।রাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসনে ভোটের ফলাফল পরিষ্কার। তৃণমূলের দখলে গিয়েছে চারটি আসন। বামেরা পেয়েছে একটি আসন। পছন্দের ক্রমানুসারে তৃণমূলের প্রথম তিন প্রার্থী, মিঠুন চক্রবর্তীর, যোগেন চৌধুরী এবং কেডি সিং অনায়াসেই জিতে যান। বাম ও কংগ্রেসের পাঁচ বিধায়ককে ভাঙিয়ে চতুর্থ প্রার্থী আহমেদ হাসানেরও জয় নিশ্চিত করেছে তৃণমূল। বাম প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও অনায়াসে জিতে গিয়েছেন।

.