ছুটির দিনে হাসপাতাল

সোমবার মহাকরণে চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁদের মানবিক হওয়ার নির্দেশ দেন তিনি। এরপর ছুটির দিনে সরকারি হাসপাতালের হাল হকিকত জানতে ২৪ ঘণ্টা পৌঁছেছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোপন ক্যামেরায় ধরা পড়ল হাসপাতালের অন্দরমহলের বেহাল ছবি।

Updated By: Dec 6, 2011, 10:04 PM IST

সোমবার মহাকরণে চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁদের মানবিক হওয়ার নির্দেশ দেন তিনি। এরপর ছুটির দিনে সরকারি হাসপাতালের হাল হকিকত জানতে ২৪ ঘণ্টা পৌঁছেছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোপন ক্যামেরায় ধরা পড়ল হাসপাতালের অন্দরমহলের বেহাল ছবি। ছুটির দিনে মেডিক্যাল কলেজ।
সকাল দশটায় হাসপাতালের ইএনটি আউটডোরে রোগীদের লম্বা লাইন। আউটডোরের তিনটি ঘরে সময়মত চিকিত্‍সকের দেখা মিললেও বাকি তিনটি ঘর তখনও ফাঁকা।
সকাল সাড়ে দশটায় ইএনটি ওটিতে রোগীদের লম্বা লাইন পেরিয়ে ওটির ভিতরে ঢুকে চিকিত্‍সকের দেখা মিলল না। নেই নার্সও। বেরোনর সময় দেখা হল নিউ বারাকপুর থেকে আসা আরতি সরকারের সঙ্গে। সকাল নটা থেকে ওটির বাইরে অপেক্ষা করছেন তিনি। কানের অস্ত্রোপচার করাতে এসেছেন। ফিজিক্যাল মেডিসিন বিভাগ। ট্র্যাকসান নিতে আসা রোগীরা বসে রয়েছেন দীর্ঘক্ষণ। কিন্তু দেখা নেই কোনও স্বাস্থ্যকর্মীর।
পুরুষ অর্থপেডিক বিভাগে পৌনে এগারোটা বেজে গেলেও নেই কোনও সিনিয়র ডাক্তার। কাজ সামলাচ্ছেন দুজন মাত্র জুনিয়র ডাক্তার। এক্সরে রুমের বাইরে ডেট নিতে আসা রোগীদের লম্বা লাইন। ভিড় সামলাচ্ছেন একজন মাত্র কর্মী। অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি এই হাসপাতালের ছুটির দিনে ব্লাড ব্যাঙ্কের ছবিটা দেখলে চমকে যেতে হয়। রক্ত দেওয়ার কাউন্টারে একজন মাত্র কর্মী। বাইরে রোগীদের লম্বা লাইন। ভিড় সামলাতে ওই কর্মীকে সাহায্য করছেন হাসপাতালেরই এক নিরাপত্তারক্ষী। চরম বিপাকে পড়েছেন সাড়ে দশটার পর এইচআইভি পরীক্ষা করাতে আসা রোগীরা। মঙ্গলবার ছুটির দিন বলে কুড়ি জনের বেশি রোগীর রক্ত পরীক্ষা করা সম্ভব নয়।
বেলা এগারোটায় মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিভাগ। ডাক্তার রয়েছেন। কিন্তু নার্স রয়েছেন মাত্র একজন। গুরুতর আঘাত নিয়ে কোনও রোগী এলে ড্রেসিং করার জন্য এমারজেন্সিতে স্বাস্থ্যকর্মী তখনও আসেননি।

.