পানীয় জলের সঙ্কটে ৬৭ নম্বর ওয়ার্ড

আশপাশের ওয়ার্ডে জলের বিপুল চাহিদা মেটাতে পানীয় জলের সঙ্কটে ভুগছে কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ড। সকাল থেকে বড় বড় জারে জল ভরে তা পাশের ওয়ার্ডে বিক্রি করছে এলাকারই যুবকরা। সকাল থেকে বড় বড় জারে জল ভরে তা পাশের ওয়ার্ডে বিক্রি করছে এলাকারই যুবকরা।

Updated By: Dec 6, 2011, 09:34 PM IST

আশপাশের ওয়ার্ডে জলের বিপুল চাহিদা মেটাতে পানীয় জলের সঙ্কটে ভুগছে কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ড। সকাল থেকে বড় বড় জারে জল ভরে তা পাশের ওয়ার্ডে বিক্রি করছে এলাকারই যুবকরা। ছেষট্টি, একশ সাত এবং একশ নম্বর ওয়ার্ডের বহুতলগুলিতে জলসরবরাহের কাজে ইতিমধ্যেই যুক্ত হয়েছে প্রায় শখানেক যুবক। এদিকে এলাকার জল আশপাশের এলাকার মানুষের প্রয়োজনে চলে যাওয়ায় নির্দিষ্ট সময়ে জল পাচ্ছেন না ৬৭ নম্বর ওয়ার্ডের জনতা।

.