'কেমন আছো? চিন্তা হচ্ছে!' করোনা আক্রান্ত সুজিত বসুকে ফোন করলেন আশা ভোঁসলে

আশা ভোঁসলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সুজিত বসুর।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: May 30, 2020, 04:55 PM IST
'কেমন আছো? চিন্তা হচ্ছে!' করোনা আক্রান্ত সুজিত বসুকে ফোন করলেন আশা ভোঁসলে

নিজস্ব প্রতিবেদন: মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত খবর পেয়েই ফোন করে খোঁজ নিলেন আশা ভোঁসলে। 'কেমন আছো? চিন্তা হচ্ছে!' 'দিদি'র এই দুটো শব্দেই আবেগে ভাসলেন মন্ত্রী।
আশা ভোঁসলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সুজিত বসুর। বাংলায় আসলে তাঁর বাড়িতেই অবশ্যই উঠবেন। শিল্পী তাঁকে ভাইয়ের মতো ভালোবাসেন। তাই এই খবর পাওয়া মাত্রই নিজেকে ঠিক রাখতে পারেনি শিল্পী।
আশা ভোঁসলে ফোন করে বলেন " সুজিত তুমি কেমন আছো? আমার চিন্তা হচ্ছে।"

সোমবার থেকে ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরি চলাচল, পরিস্থিতি বুঝে বাড়ানো হবে সংখ্যা
 ফোন পেতেই একপ্রকার আবেগে ভাসেন মন্ত্রী। শুধু আশা ভোঁসলে নন, গায়ক অভিজিত থেকে জিত গঙ্গোপাধ্যায়- প্রত্যেকেই খবর নেন তাঁর। অন্যদিকে বাংলাদেশের এক সাংসদ শেখ হালাম , প্রধানমন্ত্রীর ভাই ও ফোন করেন তাঁকে।
ঘরে বদ্ধ থাকেন না,  রাস্তাই তাঁর জায়গা। যেভাবে মানুষ তার খোঁজ খবর নিচ্ছেন  ভালোবাসায় তাড়াতাড়ি ফের রাস্তায় নামবেন বলে আশাবাদী তিনি ।
উপসর্গহীন করোনা আক্রান্ত মন্ত্রী সুজিত বসু ও তাঁর স্ত্রী। কিছুদিন আগে তাঁর বাড়ি পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন। তাঁর থেকেই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। উপসর্গ না থাকায় তিনি বাড়িতেই চিকিত্সাধীন।

 

.