Fake Medicine in Kolkata: 'মেইড ইন বাংলাদেশ', বর্ষশেষে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ!

Fake Medicine in Kolkata: গ্রেফতার এক মহিলা। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  

Updated By: Dec 31, 2024, 06:08 PM IST
Fake Medicine in Kolkata: 'মেইড ইন বাংলাদেশ', বর্ষশেষে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ!
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দাম ৬ কোটি ৬০ লক্ষ টাকা! খাস কলকাতা থেকে এবার বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন। গ্রেফতার করা হল এক মহিলাকে। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন:  Ultodanga Accident: ভয়ংকর রেষারেষি! মহিলার পায়ের উপর দিয়ে চলে গেল বাস, আশঙ্কাজনক অবস্থা...

ঘটনাটি ঠিক কী? কথায় কথায় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক খাওয়ার দিন শেষ। সঙ্গে গ্যাসের ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিনও।  'কোয়ালিটি টেস্ট' পাস করতে পারেনি ৫০টিরও বেশি ওষুধ। কিন্তু নামদামী কোম্পানির সেই ওষুধ নিয়েই নাকি চলছে কালোবাজারি! অভিযোগ, ভুয়ো সংস্থা খুলে জাল ওষুধ তৈরি করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। আর সেই ওষুধই নামী কোম্পানির নামে বাজারে ছাড়া হচ্ছে। সেই সূত্রে দেশজুড়ে অভিযানে চালাচ্ছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন। বাদ গেল না কলকাতাও।

আরও পড়ুন:  Tigress Zeenat: মুড সুইং জিনাতের! বদল মেনে নিতে পারছে না, এখন কেমন আছে হিংস্র বাঘিনী?

অভিযোগ, ক্যানসার, ডায়াবেটিস-সহ সব রোগের ওষুধ নিয়ে কালোবাজারি হচ্ছিল কলকাতায়। এদিন যে ওষুধগুলি উদ্ধার হয়েছে, সেই ওষুধে বিভিন্ন দেশের স্ট্যাম্প লাগানো ছিল। যেমন, আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা, এমনকী, বাংলাদেশে তৈরি স্ট্যাম্পও! অর্থাত্‍ জাল ওষুধের একটা অংশে ছিল লেখা ছিল 'Made in Bangladesh'।  সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, বাজেয়াপ্ত ওষুধগুলি আমদানি সংক্রান্ত কোনও বৈধ নথি নেই। সেকারণেই গ্রেফতার করা হয়েছে দোকানের মালিক ওই মহিলাকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.