পুলিসের গাফিলতিই সুদীপ্ত গুপ্তর মৃত্যুর কারণ, জানাল মানবধিকার কমিশন
পুলিস সতর্ক থাকলে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু এড়ানো যেত। পুলিসের গাফিলতিতেই সুদীপ্তর মৃত্যু হয়েছে। রাজ্যের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করল রাজ্য মানবাধিকার কমিশ। সেই কারণে সরকারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।
পুলিস সতর্ক থাকলে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু এড়ানো যেত। পুলিসের গাফিলতিতেই সুদীপ্তর মৃত্যু হয়েছে। রাজ্যের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করল রাজ্য মানবাধিকার কমিশ। সেই কারণে সরকারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।
দুমাসের মধ্যে এই টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে। ওই দিনই পুলিসি হেফাজতে থাকা অবস্থায় আহত হয়েছিলেন আরেক এসএফআই সমর্থক জোসেফ আজম হোসে। তাঁকেও তিন লক্ষ টাটা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।