ICSE and ISC Results 2023: আইসিএসইতে প্রথম স্থানে বর্ধমানের সম্বিত্, আইএসসিতে কলকাতার মান্য ও ভক্তিনগরের শুভম

ICSE and ISC Results 2023: গোটা দেশে আইসিএসই-তে শীর্ষস্থান দখল করে তাক লাগিয়েছে পূর্ব বর্ধমানের ছাত্র সম্বিত্ মুখোপাধ্যায়।  তার বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোডে। তার স্কুল বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রধানশিক্ষক (ফাদার) মারিয়া যোশেফ সাবিয়াপ্পন জানান; সম্বিত্ খুব মনোযোগী ছাত্র। পড়াশুনা ছাড়াও সে অন্যান্য  নানা কাজেও দক্ষ। ভাল অ্যাঙ্কারিং করে

Updated By: May 14, 2023, 05:49 PM IST
ICSE and ISC Results 2023: আইসিএসইতে প্রথম স্থানে বর্ধমানের সম্বিত্, আইএসসিতে কলকাতার মান্য ও ভক্তিনগরের শুভম
ছবি-প্রতীকী

শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়, জ্যোতির্ময় কর্মকার ও পার্থ চৌধুরী: প্রকাশিত হল এবছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল। আইসিএসইতে গোটা দেশে প্রথম স্থানে রয়েছেন মোট ৯ জন। এদের মধ্য়ে রয়েছেন বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত্ মুখোপাধ্য়ায়। অন্যদিকে, আইএসসিতে(দ্বাদশ শ্রেণি) গোটা দেশে প্রথম স্থানে রয়েছেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্তা ও শিলিগুড়ির ভক্তিনগরের শুভম কুমার আগরওয়াল। 

আরও পড়ুন-ধান কাটার মেশিন আটকে গেল ওভারহেড তারে, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু ২ ভাইয়ের  

বাংলায় আইসিএসইতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছেন মোট ২২ জন। শীর্ষে রয়েছে বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন কলকাতার অ্যাসেম্বলি অব গডচার্চের ছাত্র অনুরাগ নন্দী, ত্রিশা বেহানি, শ্রেয়সী বিশ্বাস, সাবিক ইবনে খান, আরণ্যক রায়।  তৃতীয় স্থানে রয়েছেন ১৬ জন। 

উল্লেখ্য, এবছর গোটা দেশে আইসিএসই-তে বসেছিল ২,৩৭,৬৩১ জন। এদের মধ্যে ৫৩.৯২ শতাংশ ছাত্র ও ৪৬.০৮ শতাংশ ছাত্রী। অন্যদিকে, আইএসসিতে বসেছিল ৯৮,৫০৫ জন। আইসিএসই-তে পাসের হার ৯৮.৯৪ শতাংশ। আর আইএসসি-তে পাসের হার ৯৬.৯৩ শতাংশ। আইসিএসইতে পাসের ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ভালো করেছে ছাত্রীরা। আইসিএসইতে দেশের পূর্বাঞ্চলে ১.৫৩ শতাংশ অকৃতকার্যের হার।

গোটা দেশে আইসিএসই-তে শীর্ষস্থান দখল করে তাক লাগিয়েছে পূর্ব বর্ধমানের ছাত্র সম্বিত্ মুখোপাধ্যায়।  তার বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোডে। তার স্কুল বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রধানশিক্ষক (ফাদার) মারিয়া যোশেফ সাবিয়াপ্পন জানান; সম্বিত খুব মনোযোগী ছাত্র। পড়াশুনা ছাড়াও সে অন্যান্য  নানা কাজেও দক্ষ। ভাল অ্যাঙ্কারিং করে। সম্বিত সহ অন্যান্য ভাল ছাত্ররা নিয়মিত স্কুলে আসতো। পড়াশুনায় মনোযোগী ছেলে।  সে ৯৯.৮০ মার্কস পেয়েছে। এছাড়াও এই স্কুলের অরিত্র বসু এবং অনীশ দত্ত।এরা ৯৯.২০ মার্কস পেয়েছে। এদের প্রত্যেকের পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা। 

আইএসসি পরীক্ষায় কৃতি ছাত্র সিদ্ধার্থ দুগ্গর। হাওড়ার  ১৩৮ নম্বর জি টি রোডে শ্রী এপার্টমেন্ট এর বাসিন্দা সিদ্ধার্থ হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ %। এই সাফল্যে খুশি পরিবারের লোকজন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.