অনুপস্থিত মুখ্যমন্ত্রী, তাও বিধানসভায় চলবে বামেদের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা
মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই বামেদের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বিধানসভা। রাজ্যে সন্ত্রাস সহ একাধিক বিষয়ে অনাস্থা প্রস্তাব এনেছিল বামেরা। কিন্তু, মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকায় প্রশ্ন ওঠে, সরকারের তরফে জবাব দেবেন কে? সমস্যা সমাধানে বৈঠকে বসে বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি। সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই বিধানসভায় অনাস্থা নিয়ে আলোচনা হবে।
কলকাতা: মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই বামেদের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বিধানসভা। রাজ্যে সন্ত্রাস সহ একাধিক বিষয়ে অনাস্থা প্রস্তাব এনেছিল বামেরা। কিন্তু, মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকায় প্রশ্ন ওঠে, সরকারের তরফে জবাব দেবেন কে? সমস্যা সমাধানে বৈঠকে বসে বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি। সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই বিধানসভায় অনাস্থা নিয়ে আলোচনা হবে।
আলোচনায় মুখ্যমন্ত্রীর হাজির থাকাটাই রীতি। অথচ নির্ধারিত দিনে মুখ্যমন্ত্রী শহরেই থাকছেন না। রাজ্য সরকারের বিরুদ্ধে বামেদের অনাস্থা প্রস্তাব নিয়ে বিপাকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
গত ১০ই নভেম্বর বামেদের অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করেন স্পিকার। বিধানসভার নিয়ম অনুযায়ী, প্রস্তাব গৃহীত হওয়ার দশ দিনের মধ্যে আলোচনা শুরু করতেই হবে। সেইমতো ১৯শে নভেম্বরের মধ্যে প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করা জরুরি। আর সেই আলোচনায় মুখ্যমন্ত্রীর হাজির থাকাটাই বিধানসভার রীতি। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিন শহরেই থাকছেন না। বিপাকে পড়ে সোমবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে অনাস্থা তুলে নেওয়ার আর্জি জানান স্পিকার। বিরোধী দলনেতার সাফ কথা, অনাস্থা তাঁরা কিছুতেই তুলবেন না। শেষপর্যন্ত দাবিই মেনে নিলেন স্পিকার।