এক রঙে মিলে গেলে ভারত-বাংলাদেশ
ক্যানভাসে রঙ তুলির ছোঁয়ায় মিলিয়ে গেল সীমান্তের বাধা। শুক্রবার সকালে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বরে একসঙ্গে ছবি আঁকলেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। একইসঙ্গে শুরু হল তিনদিন ব্যাপী আর্ট ক্যাম্প। অংশ নিচ্ছেন দুই দেশের নামী চিত্রশিল্পীরা।
ক্যানভাসে রঙ তুলির ছোঁয়ায় মিলিয়ে গেল সীমান্তের বাধা। শুক্রবার সকালে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বরে একসঙ্গে ছবি আঁকলেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। একইসঙ্গে শুরু হল তিনদিন ব্যাপী আর্ট ক্যাম্প। অংশ নিচ্ছেন দুই দেশের নামী চিত্রশিল্পীরা।
ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আবেদা ইসলাম। এধরনের কর্মসূচিতে দু`দেশের শিল্পীদের সাংস্কৃতিক বন্ধন আরও নিবিড় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ক্যাম্পে আঁকা নামী শিল্পীদের ছবি নিলাম করে পরবর্তী ক্যাম্পের জন্য অর্থ সংগ্রহ করার বিষয়টিও পরিকল্পনার মধ্যে রয়েছে বলে তিনি জানান। শুধু কলকাতাতেই নয়, আগামী দিনে অন্যান্য দেশেও এধরনের ক্যাম্পের আয়োজন করতে চায় বাংলাদেশ।