Kolkata Airport | Indigo Flight: জ্বালানি প্রায় শেষ! ১৪১ যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
খারাপ আবওয়ায় অবতরণ করতে না পেরে মাঝ আকাশেই চক্কর কাটতে শুরু করে ইন্ডিগো বিমানটি।
সৌমেন ভট্টাচার্য: নামার কথা ছিল ইম্ফল বিমানবন্দরে। কিন্তু আবহাওয়া খারাপ। ফলে নামতে পারেনি বিমান। মাঝ আকাশে চক্কর খেতে শুরু করে বিমানটি। এদিকে জ্বালানি প্রায় শেষের পথে। শেষমেশ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগো বিমানটি।
দিল্লি থেকে ইম্ফল যাচ্ছিল ইন্ডিগোর বিমান 6E2615। কিন্তু ইম্ফল বিমানবন্দরে খারাপ আবওয়া বিমানের অবতরণে বাধা দেয়। অবতরণ করতে না পেরে মাঝ আকাশেই চক্কর কাটতে শুরু করে ইন্ডিগো বিমানটি। এদিকে বেশ খানিকক্ষণ চক্কর কাটার পর উড়ানের জ্বালানি প্রায় শেষ হয়ে আসে।
ফলে জরুরি হয়ে পড়ে অবতরণ। সঙ্গে সঙ্গেই বিমানচালক যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-র সঙ্গে। তারপরই ১৪১ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।
Kolkata Airport | Indigo Flight: জ্বালানি প্রায় শেষ! ১৪১ যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের#kolkataairport #IndigoFlight #zee24ghanta pic.twitter.com/p8YeQ7TLBZ
— zee24ghanta (@Zee24Ghanta) July 13, 2022
আরও পড়ুন, Pet Pitbull: ছেলের আদরের পোষ্য পিটবুল পেট চিরে মারল মাকে!