ইনফোসিস-এর জন্য এসইজেড নয়

রাজারহাটের ৫০ একর জমিতে প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি কেন্দ্রে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা পাবে না ইনফোসিস। তথ্যপ্রযুক্তিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়ে দিয়েছেন। নীতিগত কারণেই ইনফোসিসকে এই মর্যাদা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পার্থবাবু। রাজ্য সরকার অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিলেও, এসইজেড মর্যাদা ছাড়া ইনফোসিস রাজারহাটে তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়তে কতটা আগ্রহী হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে শুরু করেছে।

Updated By: Feb 20, 2012, 11:06 PM IST

রাজারহাটের ৫০ একর জমিতে প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি কেন্দ্রে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা পাবে না ইনফোসিস। তথ্যপ্রযুক্তিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়ে দিয়েছেন। নীতিগত কারণেই ইনফোসিসকে এই মর্যাদা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পার্থবাবু। রাজ্য সরকার অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিলেও, এসইজেড মর্যাদা ছাড়া ইনফোসিস রাজারহাটে তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়তে কতটা আগ্রহী হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে শুরু করেছে।
রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উইপ্রো এবং ইউনিটেক ইতিমধ্যেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড-এর সুবিধা ভোগ করছে। এছাড়াও, বানতলা তথ্য প্রযুক্তি অঞ্চল এবং ডিএলএফ বিল্ডিংয়ে এই শিল্পে বিনিয়োগ করলেও, এই সুবিধা পাওয়া যায়। রাজারহাটে তাদের প্রস্তাবিত তথ্য প্রযুক্তি কেন্দ্রকে এসইজেড-এর মর্যাদা দেওয়ার দাবি তুলেছে ইনফোসিস। সেক্ষেত্রে, প্রথম ১৫ বছর করছাড় সমেত একাধিক সুবিধা ভোগ করা যায়। ইনফোসিসের দাবি, অন্যান্য রাজ্যে তারা এই সুবিধাগুলি পাচ্ছে। এছাড়া য়েহেতু কলকাতায় বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই এই সুবিধা ভোগ করছে তাই, তাদের এই সুবিধা না দেওয়া হলে, তারা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবেন। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী এদিন স্পষ্ট করে দেন, নীতিগত কারণে ইনফোসিসকে এসইজেড-এর মর্যাদা দেওয়া সম্ভব নয়।
এসইজেড-এর মর্যাদা না দিলেও, ইনফোসিসকে রাজ্যের এক্তিয়ারে থেকে সমস্ত সুযোগ সুবিধা দিতে প্রস্তুত সরকার। এক সপ্তাহের মধ্যেই চিঠি দিয়ে ইনফোসিসকে এ বিষয়ে বিস্তারিতভাবে জানাতে চলেছে পার্থবাবুর দফতর।
এসইজেড-এর মর্যাদা না পাওয়ায় আর্থিক দিক দিয়ে প্রতিযোগিতায় অনেকটাই হবে ইনফোসিস। সেক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুত সুবিধা যদি এসইজেড-এর সমতূল্য না হয়, তাহলে রাজারহাটের ৫০ একর জমিতে তথ্যপ্রযুক্তি কেন্দ্র তৈরিতে তারা কতটা আগ্রহী হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠত শুরু করেছে।    

.