সেজ বাতিল, ইনফোসিস নিয়ে জটিলতা বাড়ল

ইনফোসিসের প্রকল্প নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যেই রাজ্যের নিজস্ব বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, মন্ত্রিসভার শিল্প বিষয়ক সাব-কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেন তিনি।

Updated By: May 24, 2012, 11:32 AM IST

ইনফোসিসের প্রকল্প নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যেই রাজ্যের নিজস্ব বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, মন্ত্রিসভার শিল্প বিষয়ক সাব-কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেন তিনি। তবে, রাজ্যে বর্তমানে চালু থাকা সেজ প্রকল্পগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে, তিনি বলেন, ইনফোসিসকে ধরে রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
বিধানসভা নির্বাচনে দলের ইশতাহার অনুযায়ী ইনফোসিসের প্রকল্পকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের স্বীকৃতি দেননি মুখ্যমন্ত্রী। এরপরই, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে আসে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে দেশের প্রথম সারির এই শিল্পসংস্থা। এই অবস্থায় রাজ্যের নিজস্ব এসইজেড আইনটিই বাতিল হয়ে যাওয়ায় ইনফোসিসের প্রকল্প নিয়ে আরও জটিলতা তৈরি হল বলেই মনে করা হচ্ছে।

.