Deadly Bus Accident: সিকিমের দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, আহত ১২! ব্রিজ থেকে বাস সোজা গিয়ে পড়েছিল নদীতে...

Accident at Atal Setu Bridge Rangpo:পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা! কদিন আগেই ব্রাজিলে ঘটেছিল। এবার সিকিমে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫, আহতের সংখ্যা ১০ জনেরও বেশি। আহতদের উদ্ধার করে সিকিমের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Updated By: Nov 30, 2024, 07:14 PM IST
Deadly Bus Accident: সিকিমের দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, আহত ১২! ব্রিজ থেকে বাস সোজা গিয়ে পড়েছিল নদীতে...

নারায়ণ সিংহরায়: পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা! কদিন আগেই ব্রাজিলের আলাগোয়াসে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছিলেন। পাহাড়ি রাস্তায় এই ধরনের দুর্ঘটনা দুঃস্বপ্ন। কিন্তু সেই দুঃস্বপ্ন বার বার ফেরে। এবার সিকিমে। রংপোয়। সিকিমে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। আহতের সংখ্যা ১০ জনের বেশি। আহতদের উদ্ধার করে সিকিমের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: Bengal Weather Update: প্রায় ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে ফেনজাল! কখন ল্যান্ডফল? কোথায়? আগামীকাল কি বৃষ্টি?

শনিবার  দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেয় বেসরকারি গ্যাংটকগামী বাসটি। কালিম্পং ও সিকিম সীমান্তে রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তিস্তায় পড়ে যায়। জলের স্তর কম থাকায় নদীর পাড়েই আটকে পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম ও কালিম্পং পুলিস। শুরু হয় উদ্ধারকাজ। প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। প্রায় ১০ জনের উপর আহত হয়েছেন। তাঁদের সিকিমের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

এ বিষয়ে কালিম্পং জেলা পুলিস সুপার শ্রীহরি পান্ডে বলেন ,  "আমাদের প্রথম কাজ ছিল যাত্রীদের উদ্ধার করা। সেটা আমরা করেছি। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। ১০ থেকে ১২ জনের উপরে যাঁরা আহত, তাঁদের সিকিমের একাধিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিস।"

আরও পড়ুন: Fire At Varanasi: ভয়ংকর! দাউ দাউ আগুন মন্দিরনগরী বারাণসীতে! পুড়ল একের পর এক...

দুপুরেই জানা গিয়েছিল, শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোতে একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে। রংপোতে তিস্তার খাদে পড়ে বাসটি। দুর্ঘটনায় তখনও পর্যন্ত ৪ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছিল। তখন ১২-১৫ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছিল। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে সেটা ঘটেনি। বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন? সংখ্যাটি পরিষ্কার নয়। তবে বাসটিতে স্থানীয় যাত্রী ও তাঁদের সঙ্গে ট্যুরিস্টরাও ছিলেন বলে জানা গিয়েছিল। কী ঘটেছিল? প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বাসটির ব্রেক ফেল হয়েছিল। তবে কোনও কোনও মহল মনে করেছে, বেহাল জাতীয় সড়কের জন্যই এই দুর্ঘটনা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.