বিদেশে মোটা টাকায় চাকরির নামে ইন্টারনেটে প্রতারিত শহরের ইঞ্জিনিয়ার

ইন্টারনেট দুনিয়ায় প্রতারণার শিকার শহর কলকাতার বাসিন্দা। মার্কিন মুলুকে মোটা মাইনের চাকরির হাতছানি। ই-মেলে পাঠানো সেই ফাঁদে পা দিয়েই জালিয়াতদের খপ্পড়ে পড়লেন কলকাতার এক ইঞ্জিনিয়ার। খোয়ালেন ন'লক্ষ টাকা। তদন্তে নেমে হিমশিম অবস্থা লালবাজারের সাইবার সেলের গোয়েন্দাদের।

Updated By: Dec 28, 2014, 05:10 PM IST

ওয়েব ডেস্ক: ইন্টারনেট দুনিয়ায় প্রতারণার শিকার শহর কলকাতার বাসিন্দা। মার্কিন মুলুকে মোটা মাইনের চাকরির হাতছানি। ই-মেলে পাঠানো সেই ফাঁদে পা দিয়েই জালিয়াতদের খপ্পড়ে পড়লেন কলকাতার এক ইঞ্জিনিয়ার। খোয়ালেন ন'লক্ষ টাকা। তদন্তে নেমে হিমশিম অবস্থা লালবাজারের সাইবার সেলের গোয়েন্দাদের।

দুমাস আগে মার্কিন মুলুকে চাকরির প্রস্তাব সহ এক ইমেল আসে কলকাতার অনির্বাণ রায়চৌধুরীর কাছে। সেই সঙ্গে নামকরা এক বহুজাতিক সংস্থার অফার লেটার। ই-মেলের জবাব দেওয়ার পরই শুরু হয়ে যায় ফোনে ফোনে যোগাযোগ। এরপর দফায় দফায় টাকা চেয়ে পাঠানো হয় অনির্বাণ রায়চৌধুরীর কাছে।

Tags:
.