অমিত শাহের সভার পরের দিনই কলকাতায় পাল্টা সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

অমিত শাহের সভার পরের দিনই কলকাতায় পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা সেপ্টেম্বর শহীদ মিনারে তৃণমূল যুব কংগ্রেসের সভায় প্রধান বক্তা হিসাবে নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু,শেষ মুহুর্তে বদলে গেল পরিকল্পনা। শহীদ মিনারের সভায় অভিষেক থাকলেও বিজেপি সভাপতির মোকাবিলার দায়িত্ব নিজের কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী।     

Updated By: Nov 25, 2014, 11:00 PM IST
অমিত শাহের সভার পরের দিনই কলকাতায় পাল্টা সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক: অমিত শাহের সভার পরের দিনই কলকাতায় পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা সেপ্টেম্বর শহীদ মিনারে তৃণমূল যুব কংগ্রেসের সভায় প্রধান বক্তা হিসাবে নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু,শেষ মুহুর্তে বদলে গেল পরিকল্পনা। শহীদ মিনারের সভায় অভিষেক থাকলেও বিজেপি সভাপতির মোকাবিলার দায়িত্ব নিজের কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী।     

চৌরঙ্গি বিধানসভা উপনির্বাচনের আগে বৌবাজারে জনসভা করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

পরের দিনই বৌবাজারে তৃণমূলের সভায় অভিষেক হয় মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহের জনসভার পাল্টা সভায় তৃণমূলের প্রধান বক্তা ছিলেন তিনি। চৌরঙ্গি জয়ের পর তৃণমূল নেতারা বলেছিলেন, প্রমাণ হল বিজেপি সভাপতির মোকাবিলায় ভাইপোই যথেষ্ট।

আগামী ৩০ নভেম্বর ধর্মতলায় জনসভা করার কথা অমিত শাহর। পরের দিনই শহিদ মিনারে সভা করার কথা ঘোষণা করেছিল তৃণমূল যুব কংগ্রেস। প্রধান বক্তা হিসাবে ঠিক হয়েছিল সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সভা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারেই। অভিষেকও থাকছেন। কিন্তু, শেষ মুহুর্তে বদলে গেল প্রধান বক্তার নাম। বিজেপি সভাপতির জনসভার পাল্টা সভায় দলীয় কর্মীদের বার্তা দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুরভোটের বাকি আর কয়েক মাস। ছোট লাল বাড়ি দখলে বিজেপি যে কাঁটা তা ঘরোয়া আলোচনায় কবুল করছেন তৃণমূল নেতারাও। গত আড়াই মাসে খাস কলকাতায় গেরুয়া শিবিরের উত্থান নিয়ে তৃণমূল কি এতটাই চিন্তিত যে ভাইপোর হাতে দায়িত্ব না ছেড়ে মাঠে নামতে হচ্ছে পিসিকে? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।

.