বিতর্কিত মন্তব্যের জের! দিলীপকে ডেকে পাঠালেন নাড্ডা

দিলীপ বলেছিলেন, "বুকে পা দিয়ে রাজনীতি করেন। একুশের নির্বাচন তিনি একাই জিতিয়ে দিতে পারেন।"

Reported By: অঞ্জন রায় | Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 13, 2020, 09:50 PM IST
বিতর্কিত মন্তব্যের জের! দিলীপকে ডেকে পাঠালেন নাড্ডা
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে তলব দিলীপের! সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হয় দলের অন্দরে। সূত্রের খবর, সেই কারণেই দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

উল্লেখ্য, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে দিলীপ বলেছিলেন, বুকে পা দিয়ে রাজনীতি করেন। একুশের নির্বাচন তিনি একাই জিতিয়ে দিতে পারেন। রাজনৈতিক মহলের ধারণা, এমন মন্তব্যের পিছনে মুকুল রায়কেই উদ্দেশ করে কটাক্ষ করা হয়। সূত্রের খবর, আর এরপরই দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। 

সূত্রের আরও খবর, দিলীপের মন্তব্য নিয়ে দলের অন্দরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নজরে নিয়ে এসেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ। তারপরই জেপি নাড্ডার এই তলব।

তবে, এ সব জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, গত বার যখন দিল্লি গিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাত্ করতে চেয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু সময় পাননি। এবার নিজেই তলব করেছেন। সেই সুবাদেই আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন, 'দিদিকে বলো' কর্মসূচি চলছে না বলেই কবিতা লিখছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ রাহুলের  

.