পুজোর ছুটির পর আজ খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

পুজোর ছুটির পর আজ খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্রীর শ্লীলতাহানি এবং ক্যাম্পাসের ভিতর পুলিসি তাণ্ডবের ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে পুজোর আগে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপরই ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় তদন্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি চলাকালীন স্থায়ী উপাচার্যের পদে অভিজিত্‍ চক্রবর্তীকে নিয়োগ নিয়ে সিলমোহর দেন রাজ্যপাল।  এদিকে, উপাচার্যকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুরের অধ্যাপক সংগঠন জুটা।

Updated By: Oct 13, 2014, 08:25 AM IST
পুজোর ছুটির পর আজ খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

ওয়েব ডেস্ক: পুজোর ছুটির পর আজ খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্রীর শ্লীলতাহানি এবং ক্যাম্পাসের ভিতর পুলিসি তাণ্ডবের ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে পুজোর আগে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপরই ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় তদন্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি চলাকালীন স্থায়ী উপাচার্যের পদে অভিজিত্‍ চক্রবর্তীকে নিয়োগ নিয়ে সিলমোহর দেন রাজ্যপাল।  এদিকে, উপাচার্যকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুরের অধ্যাপক সংগঠন জুটা।

জুটার তরফে জানানো হয়েছে, উপাচার্যের তৈরি করা কোনও কমিটিতে তাঁরা থাকবেন না। তবে, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে ছাত্রছাত্রীরা ক্লাস করতে চাইলে তাঁরা ক্লাস নেবেন।  আজই স্থায়ী উপাচার্য হিসেবে কাজে যোগ দেওয়ার কথা অভিজিত্ চক্রবর্তীর। আজই রেজিস্ট্রারের কাছে প্রতিবাদপত্র জমা দেবে জুটা। জুটা মনে করছে, বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার ব্যাপারে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি আদালতকে জানানোর জন্য রেজিস্ট্রারের কাছে দাবি জানাবে তারা।  

.