টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র জয়পুরিয়া কলেজ

টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জয়পুরিয়া কলেজ। সংঘর্ষে আহত হয়েছেন দুই ছাত্রছাত্রী। পরে কলেজ ফাঁকা করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিস বাহিনী। যদিও গোটা ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি কলেজ কর্তৃপক্ষ। আহতদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Updated By: Dec 17, 2013, 11:07 PM IST

টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জয়পুরিয়া কলেজ। সংঘর্ষে আহত হয়েছেন দুই ছাত্রছাত্রী। পরে কলেজ ফাঁকা করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিস বাহিনী। যদিও গোটা ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি কলেজ কর্তৃপক্ষ। আহতদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার বেলা বারোটা। অভিযোগ, এসএফআই সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন টিএমসিপির সদস্যরা। অল্পসময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে বলে দাবি করেছে দুপক্ষই। এখানেই শেষে নয়। বেলা আড়াইটে নাগাদ তৃণমূলেরই অন্য গোষ্ঠী জোর করে কলেজে ঢুকতে গেলে বাধা দেয় কলেজে ক্ষমতাসীন টিএমসিপির অন্য গোষ্ঠীর সদস্যরা। দুপক্ষের সংঘর্ষে রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা কলেজ চত্বর। দুপক্ষের সংঘর্ষে আহত হন এক ছাত্র ও এক ছাত্রী।

খবর পেয়ে শ্যামপুকুর থানা থেকে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। ইউনিয়ন রুম, কলেজ কক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের কলেজ থেকে বের করে দেয় পুলিস। পুলিসি ঘেরাটোপে একে একে বেরিয়ে আসেন ছাত্রছাত্রীরা।

গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দুপক্ষের সংঘর্ষে যখন কলেজে রণক্ষেত্র অবস্থা তখন নাকি অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন অধ্যক্ষ। বিষয়টি নিয়ে মুখ খোলেননি অধ্যক্ষ। এমনকী বিষয়টি জানতেন না বলেও দাবি করেছেন তিনি। উত্তেজনা থাকায় কলেজ চত্বরে পুলিস মোতায়েন রয়েছে।

.