জেলাপরিষদের ক্ষমতা খর্ব করলে মিলবে না সাহায্য, রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের
জেলাপরিষদের ক্ষমতা খর্ব করা যাবে না। খর্ব করলে মিলবে না কেন্দ্রীয় সাহায্য। রাজ্যের পঞ্চায়েত সচিবকে ফোন করে একথাই জানালেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী জয়রাম রমেশ।
জেলাপরিষদের ক্ষমতা খর্ব করা যাবে না। খর্ব করলে মিলবে না কেন্দ্রীয় সাহায্য। রাজ্যের পঞ্চায়েত সচিবকে ফোন করে একথাই জানালেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী জয়রাম রমেশ।
কিছুদিন আগেই নদিয়া এবং উত্তর ২৪ পরগণায় জেলাপরিষদের ক্ষমতা খর্ব করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে বরাদ্দ সব টাকা জেলাশাসকের মাধ্যমে খরচ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন বামেরা। এভাবে জেলাপরিষদের ক্ষমতা খর্ব করার অর্থ গ্রামের মানুষের রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ করেন তাঁরা।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জী অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। ২৪ ঘণ্টাকে টেলিফোনে বলেন, কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী কেন, স্বয়ং প্রধানমন্ত্রীরও ক্ষমতা নেই রাজ্যকে অর্থ সাহায্য বন্ধ করার। তিনি আরও বলেন, রাজ্য তার অবস্থানে অনড় থাকবে। রাজ্য সরকার মনে করছে ওই দুই জেলাপরিষদের হাতে আর্থিক ক্ষমতা রাখা অর্থহীন।
এ দিন দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ জানান সিপিআইএম নেতা অমিতাভ নন্দী এবং সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতি কেন্দ্রের এই বার্তাকে হুঁশিয়ারি হিসাবেই মনে করছে রাজনৈতিক মহল।