'বাংলায় গ্রহণ লেগেছে', আমার পরিবার-বিজেপি পরিবারের সূচনা করেই তোপ দাগলেন নাড্ডা

বিধানসভা ভোটের আগে ৩ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Reported By: অঞ্জন রায় | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 7, 2020, 11:55 PM IST
'বাংলায় গ্রহণ লেগেছে', আমার পরিবার-বিজেপি পরিবারের সূচনা করেই তোপ দাগলেন নাড্ডা
জে পি নাড্ডা

নিজস্ব প্রতিবেদন : পাখির চোখ একুশের বিধানসভা ভোট। তার আগে মজবুত করতে হবে জমি। সেই লক্ষ্যে রাজ্য ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করল বিজেপি। এর নাম দেওয়া হয়েছে 'আমার পরিবার, বিজেপি পরিবার।' আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন জে পি নাড্ডা।

'আমার পরিবার, বিজেপি পরিবার'-এর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা তোপ দাগেন, "বাংলায় গ্রহণ লেগেছে। বর্তমান সরকার কুশাসনের সরকার। এর বিরুদ্ধে লড়বে বিজেপি। বাংলায় গণতন্ত্র লুণ্ঠিত। শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। কর্মসংস্থান নেই। ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা। কাটমানির রাজত্ব চলছে। প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা মোকাবিলায় সম্পূর্ণরূপে ব্য়র্থ।"

তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে এই অবস্থা অচিরেই দূর হয়ে যাবে। মোদীর নেতৃত্বে এক নতুন বাংলা দেখবে রাজ্যবাসী। উল্লেখ্য, 'আমার পরিবার, বিজেপি পরিবার' শীর্ষক এই কর্মসূচিতে ২০২১ এর বিধানসভা ভোটের আগে ৩ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ উদ্বোধনী মঞ্চেই বিজেপিতে যোগদান করেন ১০ জন সদস্য।

আরও পড়ুন, একমঞ্চে দিলীপ, মুকুল, রাহুল; ঐক্যের বাতাবরণের বার্তা বিজেপির

.