যাদবপুরে র‍্যাগিং সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে আমরণ অনশনে ফেটসু

একশো কুড়ি ঘণ্টা রিলে অনশনের পর এবার আমরণ অনশনের সিদ্ধান্ত নিল ফেটসু। আগামিকাল থেকে আমরণ অনশনে বসবে বলে ফেটসুর তরফে জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় দুই ছাত্রকে শোকজ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই  কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ দেখায় ফেটসু।

Updated By: Sep 25, 2013, 10:15 PM IST

একশো কুড়ি ঘণ্টা রিলে অনশনের পর এবার আমরণ অনশনের সিদ্ধান্ত নিল ফেটসু। আগামিকাল থেকে আমরণ অনশনে বসবে বলে ফেটসুর তরফে জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় দুই ছাত্রকে শোকজ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই  কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ দেখায় ফেটসু।
টানা ৫১ ঘণ্টা ঘেরাও করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য এবং রেজিস্ট্রারকে। কিন্তু নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই রিলে অনশনে বসে ফেটসু। কিন্তু ফেটসুর দাবি না মানায় এবার আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে তারা।

.