যাদবপুর কাণ্ড: বয়কট ছেড়ে ক্লাসে ফিরলেও পড়ুয়ারা সাড়া দেবেন না রোল কলে

আর বয়কট নয়। এবার  ক্লাসে ফিরছেন যাদবপুরের ছাত্রছাত্রীরা। তবে, ক্লাস করলেও রোল কলে সাড়া দেবেন না তাঁরা। ছাত্রছাত্রীদের এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কিছুটা হলেও কাটবে বলে মনে করছে শিক্ষামহল। ছাত্রছাত্রীরা কিছুটা নরম হলেও, পুরনো অবস্থানে অনড় অধ্যাপক সংগঠন জুটা। উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ নজিরবিহীনভাবে মানববন্ধন কর্মসূচি পালন করলেন যাদবপুরের অধিকাংশ অধ্যাপক।  আর্টসের ছাত্রছাত্রীরা ক্লাস করছিলেন গাছতলায়। সায়েন্সের পড়ুয়ারা ক্লাসে থাকলেও সাড়া দিচ্ছিলেন না রোল কলে। এবার সেই পথেই যাদবপুরের বাকি ছাত্রছাত্রীরাও। ক্লাস বকটের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এলেন আন্দোলনকারীরা। তবে, ক্লাসে ফিরলেও  হাজিরা দেবেন না তাঁরা। অথার্ত সাড়া দেবেন না রোল কলে।  তবে  উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা অনড় বলেই জানিয়েছেন ছাত্রছাত্রীরা।

Updated By: Oct 20, 2014, 08:38 PM IST
যাদবপুর কাণ্ড: বয়কট ছেড়ে ক্লাসে ফিরলেও পড়ুয়ারা সাড়া দেবেন না রোল কলে

কলকাতা: আর বয়কট নয়। এবার  ক্লাসে ফিরছেন যাদবপুরের ছাত্রছাত্রীরা। তবে, ক্লাস করলেও রোল কলে সাড়া দেবেন না তাঁরা। ছাত্রছাত্রীদের এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কিছুটা হলেও কাটবে বলে মনে করছে শিক্ষামহল। ছাত্রছাত্রীরা কিছুটা নরম হলেও, পুরনো অবস্থানে অনড় অধ্যাপক সংগঠন জুটা। উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ নজিরবিহীনভাবে মানববন্ধন কর্মসূচি পালন করলেন যাদবপুরের অধিকাংশ অধ্যাপক।  আর্টসের ছাত্রছাত্রীরা ক্লাস করছিলেন গাছতলায়। সায়েন্সের পড়ুয়ারা ক্লাসে থাকলেও সাড়া দিচ্ছিলেন না রোল কলে। এবার সেই পথেই যাদবপুরের বাকি ছাত্রছাত্রীরাও। ক্লাস বকটের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এলেন আন্দোলনকারীরা। তবে, ক্লাসে ফিরলেও  হাজিরা দেবেন না তাঁরা। অথার্ত সাড়া দেবেন না রোল কলে।  তবে  উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা অনড় বলেই জানিয়েছেন ছাত্রছাত্রীরা।

উপাচার্যের অনাস্থা রয়েছে  যাদবপুরের অধিকাংশ অধ্যাপকেরই।সোমবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক প্রাণকেন্দ্র অরবিন্দ ভবনের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে নজিরবিহীন ভাবে মানব বন্ধন কর্মসূচি পালন করেঅধ্যাপক সংগঠন জুটা।

যাদবপুরের ছাত্রছাত্রীদের সমর্থনে পথে নামলেন প্রেসিডেন্সির পড়ুয়ারা। মহামিছিলের একমাস পূর্তি উপলক্ষ্যে সোমবার কলেজ স্কোয়ার থেকে রাজাবাজার সায়েন্স কলেজ পর্যন্ত মিছিলে হাঁটেন বহু ছাত্র-ছাত্রী।

 

.