JU Student Death: র‍্যাগিং আড়াল করার চেষ্টা! বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায়

এই পোস্টে অভিযোগ করা হয়েছে যে যাদবপুরে বার বার র‍্যাগিংকে আড়াল করা হয়। দুটি পোস্ট থেকে উঠে এসেছে এরকম বহু প্রশ্ন। স্বপ্নদীপের ঘটনায় কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে? একদল ছাত্রের ভয়ংকর দাপটে কর্তৃপক্ষ সবসময় ব্যবস্থা নেয় না। ফেসবুক পোস্টে এমনই দাবি করা হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে যে এই ছাত্ররাই স্বপ্নদীপের ঘটনাকে নারাজ।

Updated By: Aug 13, 2023, 12:34 PM IST
JU Student Death: র‍্যাগিং আড়াল করার চেষ্টা! বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেসবুক পোস্ট। সেই পোস্টে দাবি করা হচ্ছে র‍্যাগিং আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যাদবপুরকাণ্ডে এই র‍্যাগিং-এর প্রসঙ্গ বারবার উঠে এসেছ। র‍্যাগিং-এর জেরেই কী মৃত্যু হয়েছে স্বপ্নদীপের? সেই প্রশ্ন যেমন রয়েছে তেমনই তাঁর তদন্তও হচ্ছে। কিন্তু পাশপাশি উঠে এসেছে সামাজিক মাধ্যমে এক পোস্ট।

সেই পোস্টে উঠে এসেছে বেশ কিছু প্রশ্ন। স্বপ্নদীপের মৃত্যুর পরে এই প্রশ্নগুলই উঠে এসেছে। এই ঘটনার সঙ্গে র‍্যাগিং জড়িয়ে আছ কিনা। কিছু সিনিয়রের দাপট, যার জেরেই কী কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না? র‍্যাগিং বা ইন্ট্রো বিষয়টিকে নিয়ে প্রশ্ন উঠে এসেছে এই পোস্টে।

আরও পড়ুন: JU Student Death: যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও দুই, নজরে আরও বেশ কয়েকজন

এই পোস্টে অভিযোগ করা হয়েছে যে যাদবপুরে বার বার র‍্যাগিংকে আড়াল করা হয়। দুটি পোস্ট থেকে উঠে এসেছে এরকম বহু প্রশ্ন। স্বপ্নদীপের ঘটনায় কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে? একদল ছাত্রের ভয়ংকর দাপটে কর্তৃপক্ষ সবসময় ব্যবস্থা নেয় না। ফেসবুক পোস্টে এমনই দাবি করা হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে যে এই ছাত্ররাই স্বপ্নদীপের ঘটনাকে নারাজ।

এরপরেই উঠে আসছে প্রশ্ন। দোষীদের আড়াল করতে ছাত্রদের এই দাপট কিসের জোরে? কীসের জোরে র‍্যাগিংকে আড়াল করতে চায়? কীভাবে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরে প্রভাব বিস্তার করে? প্রশ্ন উঠছে র‍্যাগিং-এর প্রতিবাদে যখন আন্দোলন করছে কলা বিভাগের ছাত্র-ছাত্রীরা তখন ইঞ্জিনিয়ারিং-এর স্টুডেন্টরা কেন চুপ। কেন তারা র‍্যাগিং বলতে নারাজ।

আরও পড়ুন: BJP Core Committee Meet: বিজেপির কোর কমিটির বৈঠকে গরহাজির শুভেন্দু, শুরু রাজনৈতিক জল্পনা

তারাই বারে বারে বলেছে যে তদন্ত হোক তাতেই বোঝা যাবে এটা রেগিং বা অন্য কিছু। এমনকি ঘটনার দিন তারা অন্যদেরকে এটাও বলেছে যে ছেলেটির বাবার থেকে ওই ছাত্রের দরদ বেশি কিনা , তাও উঠে আসছে একটি পোস্টে।

প্রশ্ন হচ্ছে স্বপ্নদ্বীপের এই ঘটনাতেও সেই ছাত্রদের প্রভাবে ফের ধামাচাপা পড়ে যাবে না তো সবকিছু। কারা আড়াল করে এদের। আর কেনই বা এদের আড়াল করে ঘটনা ধামাচাপা দেয়ার অদ্ভুত চেষ্টা করা হয়।

স্বপ্নদ্বীপের ঘটনাকে র‍্যাগিং বলা হবে না হবে না, সেই নিয়েও ঘটনার দিন থেকেই  দু’দল ছাত্র নিজেদের মধ্যে বারে বারে ঝামেলায় জড়িয়েছে তা স্পষ্ট একটি পোস্টে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.