বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় ব্যথিত আচার্য কেশরীনাথ
তিনি জানিয়েছেন, এই ঘটনায় প্রকৃত দোষীদের অবশ্যই গ্রেফতার করা উচিত। আর তাদের শাস্তিও হওয়া উচিত বলে তিনি মনে করেন।
নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার ঘটনায় এবার মুখ খুললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি জানিয়েছেন, আচার্য হিসেবে তিনি এই ঘটনায় গভীরভাবে ব্যথিত।
প্রসঙ্গত, পদাধিকার বলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য। বিদ্যাসাগর কলেজও কলকাতা বিশ্ববিদ্যালেয়র অধীনে। তাই তিনি আচার্য হিসেবে এই প্রতিক্রিয়া দিয়েছেন।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী অভিষেক ও স্বর্ণালি কলেজে কী করছিলেন? বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় প্রশ্ন রাহুলের
একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই ঘটনায় প্রকৃত দোষীদের অবশ্যই গ্রেফতার করা উচিত। আর তাদের শাস্তিও হওয়া উচিত বলে তিনি মনে করেন।
WB Guv, KN Tripathi: As chancellor of Calcutta University, I'm pained at the vandalising of Vidyasagar statue.The real culprit for breaking the statue must be traced out&suitably punished. Efforts should also be made by Calcutta University at the earliest to install a new statue pic.twitter.com/Q6O2PRNvdZ
— ANI (@ANI) May 15, 2019
পাশাপাশি তিনি জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচিত অবিলম্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপন করে।
আরও পড়ুন: 'সার্টিফিকেট তুলতে যায় স্বর্ণালি, প্রাণ বাঁচাতে কলেজে ঢুকি', রাহুলের প্রশ্নে জবাব অভিষেকের
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় মিছিল করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই মিছিল ঘিরে ব্যাপক গোলমাল হয়। কলেজ স্ট্রিট ও বিধান সরণিতে তৃণমূল ও বিজেপির মধ্য়ে সংঘর্ষের অভিযোগও ওঠে। বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙচুরও হয়। এ নিয়ে একে অপরকে দোষারোপও করে তৃণমূল ও বিজেপি।