আজ নাইট সংবর্ধনায় উদ্বেল হওয়ার অপেক্ষায় তিলোত্তমা, ক্রিকেটের স্বর্গোদ্যান আবারও মাতবে বাদশার নাচের ছন্দে

আজ নাইট রাইডার্সের আইপিএল জয়ের উচ্ছ্বাসে মাততে চলছে তিলোত্তমা কলকাতা। কাল ইডেন গার্ডেন্সে গৌতম গম্ভীরদের নাগরিক সম্ভাবনা দেবে রাজ্য সরকার আর সিএবি। এক ঘণ্টার অনুষ্ঠানে বাড়তি পাওনা হতে চলেছে কিং খানের উপস্থিতি। ২০১২ সালের ছবিটাই আবার ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে। মঙ্গলবার দুপুরে আইপিএল সেরা নাইট রাইডার্সকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। গৌতম গম্ভীরদের যৌথ সংবর্ধনা দেবে রাজ্য সরকার,কলকাতা পুরসভা,কলকাতা পুলিস আর সিএবি-কে। জমকালো সংবর্ধনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মেগা ইভেন্টের রূপরেখা তৈরি করা হয়।

Updated By: Jun 3, 2014, 08:48 AM IST

আজ নাইট রাইডার্সের আইপিএল জয়ের উচ্ছ্বাসে মাততে চলছে তিলোত্তমা কলকাতা। কাল ইডেন গার্ডেন্সে গৌতম গম্ভীরদের নাগরিক সম্ভাবনা দেবে রাজ্য সরকার আর সিএবি। এক ঘণ্টার অনুষ্ঠানে বাড়তি পাওনা হতে চলেছে কিং খানের উপস্থিতি। ২০১২ সালের ছবিটাই আবার ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে। মঙ্গলবার দুপুরে আইপিএল সেরা নাইট রাইডার্সকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। গৌতম গম্ভীরদের যৌথ সংবর্ধনা দেবে রাজ্য সরকার,কলকাতা পুরসভা,কলকাতা পুলিস আর সিএবি-কে। জমকালো সংবর্ধনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মেগা ইভেন্টের রূপরেখা তৈরি করা হয়।

মঙ্গলবার ইডেন গার্ডেন্স যে একটা মিলনমেলায় পরিণত হতে চলেছে,তা বলাই বাহুল্য। জমকালো ইভেন্টে প্রবেশের জন্য কোনও প্রবেশমূল্য থাকছে না। তবে এই অনুষ্ঠানের জন্য বিনামূল্যের পাসের ব্যবস্থা করছে সিএবি।

মে মাসের শুরুতে নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনাই ক্ষীণ ছিল। সেখান থেকে টানা নয় ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য আইপিএল সেরা হয়েছে কিং খানের নাইটরা। গম্ভীরদের সাফল্যে তিলোত্তমা কলকাতা এখন নাইটময়। গতরাত থেকে শুরু হওয়া উচ্ছ্বাসের রেশ চলছে এখনও। আজ ইডেন গার্ডেন্সে উত্তরীয় দিয়ে বরণ করা হবে আইপিএল জয়ী নাইট ক্রিকেটারদের। গম্ভীরদের হাতে তুলে দেওয়া হবে ব্যাট আর বলের স্মারক। এইভাবেই জমকালো সংবর্ধনার মধ্যে দিয়ে দর্শকভর্তি ইডেন হয়ে উঠবে নাইট ময়। কিংস ইলেভেন পঞ্জাব, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মত হাইপ্রোফাইল দলেদের টেক্কা নিয়ে আইপিএল সেরা হয়েছে নাইট রাইডার্স। টানা নয় ম্যাচ জিতে বাজিমাত করেছে কিং খানের দল। তাই গম্ভীরদের জন্য অপেক্ষা করছে জমকালো সংবর্ধনা।

ইডেনের ক্লাব হাউসের সামনে তৈরি করা অস্থায়ী মঞ্চে নাইটদের স্বাগত জানানো হবে উত্তরীয় পরিয়ে। গম্ভীরদের হাতে তুলে দেওয়া হবে ব্যাট আর বলের স্মারক। বাংলার ট্র্যাডিশান মেনে সব ক্রিকেটারের হাতে দেওয়া হবে আলফানসো আম এবং নকুড় কিংবা বলরামের মিষ্টি।

এবার নাইট ক্রিকেটারদের জন্য অবশ্য কোনও আর্থিক পুরস্কার থাকছে না। এমনকি মনীশ পাণ্ডে,গম্ভীরদের দেওয়া হচ্ছে না কোনও সোনার পুরস্কারও।

তবে এবার গম্ভীরদের নিয়ে রোড শো দেখা থেকে বঞ্চিত হতে হবে তিলোত্তমা কলকাতাকে। বৃষ্টির আশঙ্কা থাকায় এই পরিকল্পনা থেকে সরে আসতে হয়ে আয়োজকদের।

প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ইডেন মাতিয়েছিলেন কিং খান। এবারও বাদশার নাচের তালে উদ্বেল হওয়ার অপেক্ষায় শহর কলকাতা।

সোমবার নবান্নয় স্বরাস্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া। এরপরই নিরাপত্তার বিষয় খতিয়ে দেখতে ইডেন পরিদর্শন করলেন কলকাতা পুলিসের উচ্ছপদস্থ আধিকারিকরা। বুধবার থেকে ইডেনে রয়েছে ক্লাব ও জুনিয়র বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সিএবি কর্তারা জানাচ্ছেন মঙ্গলবার যাবতীয় অনুষ্ঠান হবে ইডেনের বাইশ গজ ও আউটফিল্ডকে বাঁচিয়ে।

.