নিজস্ব প্রতিবেদন: আজ কলকাতা পুরনির্বাচনের ফল ঘোষণা। কলকাতার ১১টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় হবে গণনা। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ছোট লালবাড়ি কার দখলে থাকবে। নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিস। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা।  এক একটি ঘরে থাকবে ৭টা করে টেবিল। ১৩ থেকে ১৬ রাউন্ড করে গণনা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে দেখে নেওয়া যাক বরোভিত্তিক গণনা কেন্দ্র: 


১. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়- ১ ও ২ নম্বর বরো
২. নেতাজি ইন্ডোর স্টেডিয়াম- ৩, ৪, ৫ ও ৬ নম্বর বরো
৩. গীতাঞ্জলি স্টেডিয়াম- ৭ ও ১২ নম্বর বরো
৪. বালিগঞ্জ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ- ৮ নম্বর বরো
৫. ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যান, হেস্টিংস হাউস- ৯ নম্বর বরো
৬. যোধপুর পার্ক বয়েজ- ১০ নম্বর বরো
৭. যোধপুর পার্ক গার্লস- ১১ নম্বর বরো
৮. বরিশা হাই স্কুল-১ ৩ নম্বর বরো
৯. ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ- ১৪ নম্বর বরো
১০. সিস্টার নিবেদিতা গভর্মেন্ট ডিগ্রি কলেজ, জাজেস কোর্ট, হেস্টিংস হাউস- ১৫ নম্বর বরো
১১. ব্রতচারী বৃদ্ধাশ্রম, জোকা-১৬ বরো।


সকাল ৬টায় গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন পুলিস কর্মীরা।  মোট কাউন্টিং সেন্টার ১১টি। অফিসার মিলিয়ে মোতায়েন মোট ৩০০০ পুলিস। প্রত্যেক কাউন্টিং সেন্টারের দায়িত্বে ২ জন ডিসি। দু-তিনটি কাউন্টিং সেন্টারের নিরাপত্তার দায়িত্বে আরও একজন করে ডিসি। কাউন্টিংস্থলের আগে পর্যন্ত ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্র থেকে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা 


ভোটে গণনার নিরাপত্তা ব্যবস্থা:


১। প্রত্যেক কাউন্টির সেন্টারে ২ জন ডেপুটি কমিশনার নেতৃত্বে অন্ততপক্ষে ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার 


২। ৯ জন ইনস্পেকটর 
৩। ৩০ জন সাব ইনস্পেক্টর বা সার্জেন্ট
৪। ৪০ জন এএসআই 
৫। ৮ জন সশস্ত্র পুলিশ
৬।  ১১৮ আনআর্মড ফোর্স 
৭। ৩০ জন ট্র্যাফিক পুলিশ 
৮। ১৮ জন মহিলা পুলিশ 
৯। থাকছে QRT, Flying Squad, রিজার্ভ ফোর্স


১০। গণনা কেন্দ্রে সিসিটিভির সঙ্গে ভিডিওগ্রাফির ব্যবস্থা। থাকছে ড্রোনের সাহায্য নজরদারি।


আরও পড়ুন: Viral Video: কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মারধর! টুইটে বিস্ফোরক অভিযোগ অধীরের


আরও পড়ুন: চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে নালিশ সপ্তম শ্রেণির ছাত্রীর! তারপর...?


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App