Viral Video: কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মারধর! টুইটে বিস্ফোরক অভিযোগ অধীরের
এই ঘটনা নিয়ে আদালতে যাওয়া হবে, কংগ্রেস সূত্রে এমনটাই খবর।
নিজস্ব প্রতিবেদন: ভোট মিটলেও সন্ত্রাসের অভিযোগ যেন শেষ হচ্ছে না। এবার কলকাতা পুরভোটে (Kolkata Municipal Eletion 2021) ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) প্রার্থীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ট্যুইটে বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের।
কলকাতা পুরভোটে (Kolkata Municipal Eletion 2021) ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) প্রার্থী রবি সাহা (Rabi Shah)। রবিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ লোহাপট্টি এলাকার একটি দোকানে যান। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, রাতে আচমকা তাঁকে ঘিরে ধরেন কয়েকজন। প্রথমে গালিগালাজ করে। এরপর ব্য়াপক মারধর করা হয়। মাটিতে ফেলে বিবস্ত্র করে তাঁকে মারা হয়। শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। গুরুতর আহত হন তিনি। ছাপ্পা ভোট আটকানোর রোষেই হামলা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।
ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "বাংলায় গণতন্ত্র নয়, চলছে বর্বর দিদিতন্ত্র। একজন মানুষকে জনসমক্ষে নগ্ন করে বেধড়ক পেটানো হল কলকাতার রাজপথে!!! কী তার অপরাধ? তাঁর অপরাধ সে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে? ছিঃ দিদি ছিঃ ! ধিক্কার !"
'Didicracy' in Bengal manifests its uncouth face where a Congress candidate is being stripped off and beaten black and blue in the full glare of public as he dared to contest the #KMCElection2021
— Adhir Chowdhury (@adhirrcinc) December 20, 2021
রাতে তাঁর স্ত্রী-মেয়ে থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিস সহযোগিতা করেনি। প্রায় ১২ ঘণ্টা কোনও ধরনের অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন উত্তর কলকাতা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট রানা রায়চৌধুরী। NRS হাসপাতালে রবি সাহার চিকিৎসা করানো হয়। এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
*ভিডিওর সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা
আরও পড়ুন: চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে নালিশ সপ্তম শ্রেণির ছাত্রীর! তারপর...?
আরও পড়ুন: Mamata at Park Street: 'ওমিক্রন একটু বেশি সংক্রামক, সাবধানে থাকতে হবে' সতর্কবার্তা মমতার