মহিলা আরোগ্য সমিতি! কেন্দ্রের টাকায় কলকাতা পুরসভার প্রকল্প, অথচ জানেই না কেন্দ্র
টাকা দিচ্ছে কেন্দ্র। অথচ কেন্দ্রকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই নতুন প্রকল্প চালুর অভিযোগ উঠল কলকাতা পুরসভার বিরুদ্ধে। প্রকল্পের নাম-মহিলা আরোগ্য সমিতি। কী কাজ এই সমিতির?
ওয়েব ডেস্ক: টাকা দিচ্ছে কেন্দ্র। অথচ কেন্দ্রকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই নতুন প্রকল্প চালুর অভিযোগ উঠল কলকাতা পুরসভার বিরুদ্ধে। প্রকল্পের নাম-মহিলা আরোগ্য সমিতি। কী কাজ এই সমিতির?
তিনটি ওয়ার্ডে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে মহিলা আরোগ্য সমিতি। বিরোধীদের প্রশ্ন, পুর স্বাস্থ্যকর্মীরা যেখানে রয়েছেন, সেখানে মহিলা আরোগ্য সমিতির প্রয়োজন কোথায়? পুরসভা সূত্রে খবর, মহিলা সমিতির সদস্যদের নির্বাচন করবেন বরো চেয়ারম্যানরা। আর এখানেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। প্রশ্ন উঠছে, কেন্দ্র যেখানে টাকা ঢালছে, সেখানে কেন এই প্রকল্প সম্পর্কে কিচ্ছু জানানো হল না কেন্দ্রকে ?