KMC: 'ভেঙে ফেলা হবে', শহরে বেআইনি রুফটপ রেস্তোরাঁয় কড়া পুরসভা!

কলকাতায় অলিগলিতে এখন বহুতল। চড়া দামে বিকোচ্ছে ফ্ল্য়াট। এমনকী, খালি নেই বহুতলের ছাদগুলিও!রুফটপে রমরমিয়ে চলছে রেস্তোরাঁ, বার, এমনকী, হুক্কা বারও। কিন্ত ট্য়াক্স নেওয়া তো দূর, পুরসভার কাছে কোনও তথ্য় নেই। সূত্রের খবর তেমনই।

Updated By: Jun 21, 2024, 09:39 PM IST
KMC:  'ভেঙে ফেলা হবে', শহরে বেআইনি রুফটপ রেস্তোরাঁয় কড়া পুরসভা!
প্রতীকী ছবি

দেবারতি ঘোষ: শহরে 'ছাদ-বিক্রি'! বেআইনি রুফটপ রেস্তোরাঁয় কড়া কলকাতা পুরসভা। 'আইনি কাগজপত্র না থাকলে ভেঙে ফেলা হবে', জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। কোন বহুতলের ছাদ দখল হয়ে গিয়েছে? বিক্রি কিংবা ভাড়া দেওয়া হয়েছে? পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে খতিয়ে দেখার নির্দেশ দিলেন তিনি। 

আরও পড়ুন:  Suvendu Adhikari: রাজভবনের সামনে নয়, এবার রাজ্যের ডিজির দফতরের সামনেই বসে পড়বেন শুভেন্দু!

ঘটনাটি ঠিক কী? কলকাতায় অলিগলিতে এখন বহুতল। চড়া দামে বিকোচ্ছে ফ্ল্যাট। এমনকী, খালি নেই বহুতলের ছাদগুলিও! রুফটপে রমরমিয়ে চলছে রেস্তোরাঁ, বার, এমনকী, হুক্কা বারও। কিন্ত ট্যাক্স নেওয়া তো দূর, পুরসভার কাছে কোনও তথ্য়ই নেই। সূত্রের খবর তেমনই।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমরা ছাদ রাখি এই কারণে যে, যদি নিচে আগুন ধরে, তাহলে লোক গিয়ে ছাদে থাকে। দমকল সিঁড়ি ছাদ থেকে তাঁদের উদ্ধার করে। এখন সেই ছাদগুলি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য় ছাদ বিক্রির প্রবণতা বেড়ে গিয়েছে। সব রেস্তোরাঁ, ডিস্কো, হুকা বার সব ছাদে হচ্ছে। ছাদের সেজন্য় আগুন ধরছে'। জানান, আমরা বলেছি, কত কত কোথায় আছে! সার্ভে করে অবিলম্বে সেগুলিতে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য'।

আরও পড়ুন:  Adhir Chowdhury: জল্পনাই সত্যি, আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন অধীর চৌধুরী!

এদিকে সম্প্রতি দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে কলকাতায়। কোথায়? পার্কস্ট্রিটে ম্য়াগমা ভবনে আর কসবার অ্যাক্রোপলিস মলে। সূত্রের খবর, দুটি ঘটনাতেই পুরসভাকে রিপোর্ট দিয়ে দমকল জানিয়েছেন, ছাদগুলি দখল হয়ে গিয়েছিল। সেকারণে আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। বস্তুত, পার্কস্ট্রিটের স্টিফেন কোর্টে যখন আগুন লেগেছিল, তখনও একই সমস্য়া হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.