সিঁদুরখেলায় মাতোয়ারা কোয়েলে, দশমীতে মল্লিক বাড়ির রঙ লাল
শেষ হল মল্লিকবাড়ির প্রতিমা নিরঞ্জন পর্ব। এক ডাকে সবাই চেনে এবাড়ির পুজো। এ বাড়ির পুজো মানেই কোয়েল-রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো। তবে পুজোর কদিন ব্যস্ত অভিনেত্রী নন, একেবারেই ঘরের মেয়ে কোয়েল। নিজের হাতে পালন করেছেন পুজোর সব রীতিনীতি। পুজোর আচারের মত বিসর্জনেও রীতি আর সংস্কার অটুট এবাড়ির পুজোয়। তবে বাকি বনেদি বাড়ির পুজোর মতো গতকাল এ বাড়ির প্রতিমা বিসর্জন হয়নি। বিশেষ অনুমতি নিয়ে আজই হয় প্রতিমা বিসর্জন। তার আগে দুপুরে যথারীতি সিঁদুরখেলায় মাতেন পরিবারের মহিলারা। এরপর প্রথা মেনে গঙ্গার ঘাটে চলে বিসর্জন পর্ব।
ওয়েব ডেস্ক: শেষ হল মল্লিকবাড়ির প্রতিমা নিরঞ্জন পর্ব। এক ডাকে সবাই চেনে এবাড়ির পুজো। এ বাড়ির পুজো মানেই কোয়েল-রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো। তবে পুজোর কদিন ব্যস্ত অভিনেত্রী নন, একেবারেই ঘরের মেয়ে কোয়েল। নিজের হাতে পালন করেছেন পুজোর সব রীতিনীতি। পুজোর আচারের মত বিসর্জনেও রীতি আর সংস্কার অটুট এবাড়ির পুজোয়। তবে বাকি বনেদি বাড়ির পুজোর মতো গতকাল এ বাড়ির প্রতিমা বিসর্জন হয়নি। বিশেষ অনুমতি নিয়ে আজই হয় প্রতিমা বিসর্জন। তার আগে দুপুরে যথারীতি সিঁদুরখেলায় মাতেন পরিবারের মহিলারা। এরপর প্রথা মেনে গঙ্গার ঘাটে চলে বিসর্জন পর্ব।