দিনদুপুরে গুলি তপসিয়ায়, জখম ১

দুদল দুষ্কৃতীর সংঘর্ষের জেরে দিনদুপুরে গুলি চলল তপসিয়ায়। জখম হয়েছে এক দুষ্কৃতী। আজ দুপুরে তপসিয়ায় ২ নম্বর বেরিয়াল গ্রাউন্ড রোডে দুদল দুষ্কৃতীর সংঘর্ষ বাধে। এলাকায় প্রোমোটিংয়ের কারবারের সঙ্গে যুক্ত রবিন বোস ও আলমের গোষ্ঠীর মধ্যে ওই সংঘর্ষে প্রকাশ্যেই গুলি চলে।

Updated By: Nov 26, 2014, 03:21 PM IST

কলকাতা: দুদল দুষ্কৃতীর সংঘর্ষের জেরে দিনদুপুরে গুলি চলল তপসিয়ায়। জখম হয়েছে এক দুষ্কৃতী। আজ দুপুরে তপসিয়ায় ২ নম্বর বেরিয়াল গ্রাউন্ড রোডে দুদল দুষ্কৃতীর সংঘর্ষ বাধে। এলাকায় প্রোমোটিংয়ের কারবারের সঙ্গে যুক্ত রবিন বোস ও আলমের গোষ্ঠীর মধ্যে ওই সংঘর্ষে প্রকাশ্যেই গুলি চলে।

মুন্না নামে জখম একজনকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কাল রাতেও এলাকার মল্লিকপুর অঞ্চলে ওই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গোলাগুলি চলে। তপসিয়ায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।

 

.