কলকাতা বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি, থিম কান্ট্রি পেরু

আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের ৩৮ তম কলকাতা বইমেলা। ২৮ তারিখ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরদিন ২৯ জানুয়ারি থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বইমেলার দরজা। এবারের বই মেলার থিম কান্ট্রি পেরু। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Updated By: Nov 11, 2013, 04:05 PM IST

আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের ৩৮ তম কলকাতা বইমেলা। ২৮ তারিখ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরদিন ২৯ জানুয়ারি থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বইমেলার দরজা। এবারের বই মেলার থিম কান্ট্রি পেরু। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বইমেলার লিটারেরি ফেস্টিভ্যালের দায়িত্ব এবার পুরোটাই নিজেদের হাতে তুলে নিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। প্রতিবছরই বইমেলার কটা দিন লিটারেরি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় বইমেলায়। এবার আর সেই অনুষ্ঠানের দায়িত্ব কোনও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে না।
ওয়াকিবহাল মহলের ধারণা গতবছর লিটারেরি ফেস্টিভ্যালে সলমন রুশদির আসা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেই কারণেই এবার কোনও বেসরকারি সংস্থার হাতে লিটারেরি ফেস্টিভ্যাল পরিচালনার দায়িত্ব রাখছে না গিল্ড।

.