শর্ট স্ট্রিট গুলি-কাণ্ডে উঠছে পার্থ চ্যাটার্জি নামের এক ব্যক্তির নাম
শর্ট স্ট্রিটে স্কুলে গুলি-কাণ্ডে মোট ১৮ জনকে ভাড়া করে স্কুলে নিয়ে আসা হয়েছিল। যাদের মধ্যে চার জন মহিলা নিরাপত্তারক্ষী এবং দশজন বাউন্সার। সকলেই সোনারপুরের অ্যাকটিভ সিকিউরিটি নিরাপত্তা সংস্থার কর্মী। পার্থ চ্যাটার্জি বলে এক ব্যক্তি তাঁদের ভাড়া করে নিয়ে এসেছিলেন। কে এই পার্থ চ্যাটার্জি? কেনই বা তিনি ওই নিরাপত্তারক্ষীদের ভাড়া করে নিয়ে এলেন? এই প্রশ্নগুলির উত্তর অবশ্য এখনও ধোঁয়াশায়।
শর্ট স্ট্রিটে স্কুলে গুলি-কাণ্ডে মোট ১৮ জনকে ভাড়া করে স্কুলে নিয়ে আসা হয়েছিল। যাদের মধ্যে চার জন মহিলা নিরাপত্তারক্ষী এবং দশজন বাউন্সার। সকলেই সোনারপুরের অ্যাকটিভ সিকিউরিটি নিরাপত্তা সংস্থার কর্মী। পার্থ চ্যাটার্জি বলে এক ব্যক্তি তাঁদের ভাড়া করে নিয়ে এসেছিলেন। কে এই পার্থ চ্যাটার্জি? কেনই বা তিনি ওই নিরাপত্তারক্ষীদের ভাড়া করে নিয়ে এলেন? এই প্রশ্নগুলির উত্তর অবশ্য এখনও ধোঁয়াশায়।
প্রসঙ্গত, আজ ভোররাতে পুলিশ কমিশনারের বাড়ির ছিল ছোঁড়া দূরত্বে ৯-এ শর্ট স্ট্রিটে গুলি চলে৷ গুলি চালানোর ঘটনায় নিহত হন ২, আহত ১৷ গত কয়েকদিন ধরেই স্থানীয় একটি বাড়ির সম্পত্তি নিয়ে দু’পক্ষের বিবাদ চলছিল৷ ঘটনায় পাপ্পু নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে শেক্সপিয়র থানার পুলিস৷ ঘটনায় প্রধান শিক্ষিকা সহ আটক চারজন। আহত ১ জনকে এসএসএকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
শর্ট স্ট্রিটে স্কুলের যে প্রধান শিক্ষিকার ওপর হামলার অভিযোগ উঠেছিল তাঁর বক্তব্য, তাঁকে বাঁচাতেই তিনি ও তাঁর দেহরক্ষী দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। মহিলার অভিযোগ, পাল্টা গুলি চালায় দুষ্কৃতীরাও।