আজ রথ যাত্রা, তিলোত্তমা মেতেছে উৎসবের মেজাজে

শহর মজে রথযাত্রার উত্‍সবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে এগিয়ে চলল রথ। পার্ক সার্কাস থেকে পার্ক স্ট্রিট। শুরু হয়ে গেল ইসকনের রথযাত্রা। এবার তেতাল্লিশ বছরে পা দিল কলকাতায় ইসকনের এই রথযাত্রা। উত্‍সবের আকর্ষণ বাড়িয়ে হাজির ছিলেন দেশি বিদেশি ভক্তের দল।

Updated By: Jun 29, 2014, 04:47 PM IST

শহর মজে রথযাত্রার উত্‍সবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে এগিয়ে চলল রথ। পার্ক সার্কাস থেকে পার্ক স্ট্রিট। শুরু হয়ে গেল ইসকনের রথযাত্রা। এবার তেতাল্লিশ বছরে পা দিল কলকাতায় ইসকনের এই রথযাত্রা। উত্‍সবের আকর্ষণ বাড়িয়ে হাজির ছিলেন দেশি বিদেশি ভক্তের দল।

রথযাত্রার দিন কলকাতা রাজপথে সেই চিরপরিচিত দৃশ্য। উত্‍সবে মুখর দেশি বিদেশি ভক্তের দল। প্রথমে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার আরতি। তারপর সোনার ঝাঁটা দিয়ে পথের ধূলো সরিয়ে দিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,সাংসদ সুব্রত বক্সী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। ঠিক বেলা বারোটায় টান পড়ল রথের রশিতে। শুরু হয়ে গেল রথযাত্রা।

পার্ক সার্কাস থেকে শুরু হওয়া রথযাত্রায় সামিল হতে হাজির হয়েছিলেন কয়েকশো ভক্ত। রথের দড়িতে টান দেওয়ার জন্য সকলের মধ্যেই ছিল উন্মাদনা। সুসজ্জিত ভক্তের দল তো ছিলেনই। ছিলেন রাজনীতিবিদ থেকে বিশিষ্টজনেরাও। নিরাপত্তার জন্য ছিল কড়া পুলিশি ব্যবস্থাও।

.