গরম কড়াইয়ের উপর যেন শুয়ে কলকাতা,তাপমাত্রা ৪০ ডিগ্রি
কলকাতা গরম
বৈশাখের প্রথম সপ্তাহেই তীব্র গরমে দগ্ধ কলকাতা। আজ শহরের তাপমাত্রা পৌঁছল ৪০ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। পাল্লা দিয়ে বেড়েছে অস্বস্তিসূচকও, স্বাভাবিকের চেয়ে দশ ডিগ্রি বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামি চব্বিশ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
টানা পাঁচদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি, এমন পরিস্থিতেকেই তাপপ্রবাহ বলা যায়। জানাচ্ছে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন।
তবে একই সঙ্গে সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এর কোনও ধরাবাঁধা ফর্মূলা নেই। নির্দিষ্ট অঞ্চলের কোনও মরশুমের স্বাভাবিক তাপমাত্রার নিরিখেই বিচার করতে হবে তাপপ্রবাহ চলছে কিনা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের পরিস্থিত ঠিক তেমনই।
৫দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা
১৮ এপ্রিল ৩৮.৭ ডিগ্রি স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি
১৯ এপ্রিল ৩৭.৫ ডিগ্রি স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি
২০ এপ্রিল ৩৮.১ ডিগ্রি স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি
২১ এপ্রিল ৩৯.১ ডিগ্রি স্বাবাভিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি
২২ এপ্রিল ৪০ ডিগ্রি স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি
একটানা প্রবল গরমের জেরে বাতাসে কমছে জলীয় বাষ্পের পরিমান । বাড়ছে শুকনো গরম হাওয়ার দাপটও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প না থাকার কারণে তৈরি হচ্ছে না কালবৈশাখীর পরিস্থিতি। এছাড়া কাশ্মীর উপত্যাকায় বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে তীব্র গরমের হাত থেকে ক্ষনিকের রেহাই পেতে মানুষজন ক্রমেই ভিড় জমাচ্ছেন শহরের ওয়াটার পার্কগুলিতে।