তাপস পাল কাণ্ডে সরকারি আইনজীবীকে ভর্তসনা বিচারপতির
তাপস পাল কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি নিশিথা মাত্রে। এবিষয়ে সরকারি আইনজীবীকে আজ তীব্র ভর্তসনা করেন তিনি। তাপস পাল কাণ্ডে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপরি। তিনি বলেন কার্টুন কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত পদক্ষেপ করা হলেও তাপস পাল কাণ্ডে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
কলকাতা: তাপস পাল কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি নিশিথা মাত্রে। এবিষয়ে সরকারি আইনজীবীকে আজ তীব্র ভর্তসনা করেন তিনি। তাপস পাল কাণ্ডে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপরি। তিনি বলেন কার্টুন কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত পদক্ষেপ করা হলেও তাপস পাল কাণ্ডে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
সাংসদ বলেই এই পার্থক্য কিনা জানতে চান তিনি। সিঙ্গল বেঞ্চের বিচারপতির মন্তব্যের পর সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন অতিরিক্ত মন্তব্য করেছেন বিচারপতি। এই প্রসঙ্গে বিচারপতির প্রশ্ন, আসপাশের ঘটনা দেখে বিচারপতিরা কি চোখে আঙুল দিয়ে চুপ করে আইভরি টাওয়ারে বসে থাকবেন?