Coal Scam: কয়লা পাচার মামলার তদন্তে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের

Coal Scam: হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, কয়লা পাচার মামলায় যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই তদন্ত করছে, সেখানে রাজ্যের কোনও সংস্থা সমান্তরাল তদন্ত চালাতে পারে না। দুটি সমান্তরাল তদন্ত প্রক্রিয়া মৌলিক অধিকারের পরিপন্থী। 

Updated By: Sep 27, 2022, 07:34 PM IST
Coal Scam: কয়লা পাচার মামলার তদন্তে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের

অর্ণবাংশু নিয়োগী: হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। অপরদিকে স্বস্তি বিজেপি নেতা জিতেন তিওয়ারির। কয়লা পাচার মামলায় জিতেন তিওয়ারির বিরুদ্ধে সিআইডির সমস্ত তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করল আদালত। সাক্ষী হিসাবে ডেকে পাঠাবার নোটিসের উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের।

ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৬০ নম্বর ধারায় পাঠানো গত ১০ সেপ্টেম্বরের নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। কারণ হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, কয়লা পাচার মামলায় যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই তদন্ত করছে, সেখানে রাজ্যের কোনও সংস্থা সমান্তরাল তদন্ত চালাতে পারে না। এদিন বিচারপতি বলেন, কয়লা পাচার মামলায় সিআইডি-কে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলে সেটা সমান্তলার তদন্ত প্রক্রিয়ায় সায় দেওয়া হবে। তা সিবিআইয়ের তদন্তে বাধা দেওয়া হবে। বরং নতুন কোনও তথ্য পেলে সিবিআইকে দেবে সিআইডি।

আরও পড়ুন, WB SSC: সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের, সুপ্রিম রায়ে ২৪ ঘণ্টার স্বস্তি মানিকের

একই অভিযোগে দুটি তদন্ত প্রক্রিয়া চলতে পারে কি? যে মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট দাখিল করেছে সেই মামলায় হস্তক্ষেপ করতে পারে কি? এদিন রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি রাজাশেখর মান্থার। তারপর নিজেই উত্তর দিয়ে তার মীমাংসা করে দেন। বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, একই অপরাধের ক্ষেত্রে দুটি সমান্তরাল তদন্ত চলতে পারে না। দুটি সমান্তরাল তদন্ত প্রক্রিয়া মৌলিক অধিকারের পরিপন্থী। যদিও সওয়াল সরকারি আইনজীবী সওয়াল করেন, রাজ্য আগে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করেছে। পরে সিবিআই এসে এই মামলার তদন্ত শুরু করেছে। এতে রাজ্যের অধিকার খর্ব হয়েছে।

পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

তবে তা যুক্তির বিচারে আদালতে ধোপে টেঁকেনি। অন্যদিকে, জিতেন তিওয়ারির আইনজীবী পাল্টা সওয়াল করেন, কয়লাপাচার মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। বৃহত্তর তদন্ত চলছে। তাই সিআইডি এই তদন্ত করতে পারে না। সাক্ষী হিসাবে ডেকে পাঠাতে পারে না সিআইডি। যে দাবি মান্যতা পায় আদালতে। প্রকারন্তে এটা বলাই যায় যে, কয়লাপাচার মামলায় রাজ্যের সিআইডির তদন্তপ্রক্রিয়ার উপর ইতি টেনে দিল হাইকোর্ট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.