কালীঘাটের মন্দিরকে ঘিরে রায় কলকাতা হাইকোর্টের
কালীঘাটের মন্দিরকে জাতীয় স্মারক হিসেবে ঘোষণার জন্য একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে শুক্রবার রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আদালতের তরফে শুক্রবারই আর্কিওলোজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কালীঘাটের মন্দিরকে জাতীয় স্মারক হিসেবে ঘোষণার জন্য একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে শুক্রবার রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আদালতের তরফে শুক্রবারই আর্কিওলোজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্দিরকে জাতীয় স্মারক হিসেবে ঘোষণা করা যায় কিনা তাই খতিয়ে দেখা হবে রির্পোটে। পাশাপাশি মন্দির চত্বরের দোকান মালিকদের এবং পাণ্ডাদের পরিচয়পত্র বিলির বিষয়টিও খতিয়ে দেখা হবে রির্পোটে। আর্কিওলোজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার রির্পোটের ভিত্তিতে তৈরি পরিচয়পত্র ছাড়া মন্দিরের মধ্যে পাণ্ডাদের অবাধ গতিবিধি বন্ধ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।