মেট্রো প্রকল্পে দুর্ঘটনা

মেট্রো প্রকল্পের কাজ করতে গিয়ে ড্রিলার উল্টে আটকে পড়লেন এক অপারেটর। গতকাল সন্ধেয় জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে ওই দুর্ঘটনাটি ঘটে জোকা ট্রাম ডিপোর কাছে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ প্রায় পাঁচ ফুট মাটি ধ্বসে উল্টে যায় হাইড্রোলিক ড্রিলারটি। ড্রিলারের ভিতরেই আটকে পড়েন অপারেটর। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় উচ্চক্ষমতা সম্পন্ন ক্রেন দিয়ে ড্রিলারটিকে তুলে আনা হয়। আহত ওই অপারেটরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: May 24, 2013, 10:53 AM IST

মেট্রো প্রকল্পের কাজ করতে গিয়ে ড্রিলার উল্টে আটকে পড়লেন এক অপারেটর। গতকাল সন্ধেয় জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে ওই দুর্ঘটনাটি ঘটে জোকা ট্রাম ডিপোর কাছে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ প্রায় পাঁচ ফুট মাটি ধ্বসে উল্টে যায় হাইড্রোলিক ড্রিলারটি। ড্রিলারের ভিতরেই আটকে পড়েন অপারেটর। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় উচ্চক্ষমতা সম্পন্ন ক্রেন দিয়ে ড্রিলারটিকে তুলে আনা হয়। আহত ওই অপারেটরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.