Kolkata Metro: সুখবর, পুজোয় ঠাকুর দেখার দারুণ সুযোগ করে দিচ্ছে কলকাতা মেট্রো!

Kolkata Metro: পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী- কোনদিন কখন থেকে কখন পর্যন্ত চলবে মেট্রো? জেনেন নিন দুর্গাপুজোর সময় কলকাতা মেট্রোর পূর্ণাঙ্গ সময়সূচি-

Updated By: Oct 7, 2023, 10:04 AM IST
Kolkata Metro: সুখবর, পুজোয় ঠাকুর দেখার দারুণ সুযোগ করে দিচ্ছে কলকাতা মেট্রো!

অয়ন ঘোষাল : পুজোর মুখে দারুণ খবর। দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে যাঁরা প্রতিমা দর্শন করেন তাঁদের জন্য সুখবর! পুজোয় ঠাকুর দেখার দারুণ সুযোগ করে দিচ্ছে কলকাতা মেট্রো। অন্যান্য বছরের মতো এবছরও কলকাতা মেট্রো দুর্গাপুজোর দিনগুলোতে অতিরিক্ত ট্রেন চালাবে। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য নর্থ-সাউথ মেট্রোয় সারা রাত মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীতে চলবে ২৮৮টি ট্রেন। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন চলবে ২৪৮টি মেট্রো। দশমীর দিন ১৩২টি ট্রেন। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত চলবে ২৩৪টি মেট্রো। জেনে নিন, দুর্গাপুজোর সময় কলকাতা মেট্রোর সময়সূচি-

পঞ্চমী ও ষষ্ঠী 

যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩)-তে কলকাতা মেট্রো ২৮৮টি ট্রেন (১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন) চালাবে। মেট্রো চলবে সকাল ৬টা ৫০ থেকে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। 

প্রথম পরিষেবা
সকাল ৬টা ৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর 
সকাল ৬টা ৫০ দমদম থেকে কবি সুভাষ 
সকাল ৬টা ৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর 
সকাল ৭টা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

শেষ পরিষেবা 
রাত ১০টা ৩৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ১০টা ৪০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ১০টা ৫০ দমদম থেকে কবি সুভাষ 
রাত ১০টা ৫০ কবি সুভাষ থেকে দমদম 

সপ্তমী , অষ্টমী ও নবমী 

যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩)-তে মেট্রো ২৪৮টি ট্রেন (১২৪টি আপ এবং ১২৪টি ডাউন) চালাবে। মেট্রো চলবে বেলা ১২টা ৫৫ থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা
বেলা ১২টা ৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর
বেলা ১টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর 
বেলা ১টা দমদম থেকে কবি সুভাষ 
বেলা ১টা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
বেলা ১টা মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর
বেলা ১টা গীতাঞ্জলি থেকে দমদম
বেলা ১টা শ্যামবাজার থেকে কবি সুভাষ

শেষ পরিষেবা 
ভোর ০৩টে ৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
ভোর ০৩টে ৪৮ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
ভোর ০৪টে দমদম থেকে কবি সুভাষ 
ভোর ০৪টে কবি সুভাষ থেকে দমদম 

দশমী  

যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ১৩২টি (৬৬টি আপ এবং ৬৬টি ডাউন) ট্রেন চালাবে। মেট্রো চলবে বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা
বেলা ১টা দমদম থেকে দক্ষিণেশ্বর 
বেলা ১টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর 
বেলা ১টা দমদম থেকে কবি সুভাষ 
১৩:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

শেষ পরিষেবা 
রাত ৯টা ৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ৯টা ৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ১০টা দমদম থেকে কবি সুভাষ 
রাত ১০টা কবি সুভাষ থেকে দমদম 

একাদশী থেকে ত্রয়োদশী  

যাত্রীদের সুবিধার্থে একাদশী (২৫/১০/২৩) থেকে ত্রয়োদশী (২৭/১০/২৩) মেট্রো ২৩৪টি (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন)  ট্রেন চালাবে।মেট্রো চলবে সকাল ৬টা ৫০ থেকে রাত ১০টা ৩৫ অবধি। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা
সকাল ৬টা ৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর 
সকাল ৬টা ৫০ দমদম থেকে কবি সুভাষ 
সকাল ৬টা ৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর 
সকাল ৭টা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

শেষ পরিষেবা 
রাত ৯টা ২৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ৯টা ৩০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ৯টা ৪০ দমদম থেকে কবি সুভাষ 
রাত ৯টা ৪০ কবি সুভাষ থেকে দমদম 

২৯ অক্টোবর থেকে ফের স্বাভাবিক মেট্রো পরিষেবা শুরু হবে।

আরও পড়ুন, Weather : বৃষ্টি কি ভাসাবে দুর্গাপুজো? বর্ষা বিদায় নেবে কবে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.