তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর, ১৫০টি শূন্যপদে নিয়োগ করবে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি

পলিটেকনিক বা এআইসিটিই স্বীকৃত কোনও ইনস্টিটিউট থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিয়ারিং সঙ্গে ডিপ্লোমা করার পর কনস্ট্রাকশন/সুপারভিসন/ম্যানেজমেন্ট/ওঅ্যান্ডএমে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

Updated By: Feb 12, 2019, 07:07 PM IST
তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর, ১৫০টি শূন্যপদে নিয়োগ করবে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি

নিজস্ব প্রতিবেদন: কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে প্রকল্পে ১৫০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার(সিভিল): ১০০ (অসংরক্ষিত ৫২, তপশিলি ২২, তপশিলি উপজাতি ৬, ওবিসি ১৭, ভিন্নভাবে সংক্ষম ৩)
জুনিয়র ইঞ্জিনিয়র (মেকানিক্যাল): ২৫ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪) জুনিয়র ইঞ্জিনিয়র (ইলেক্ট্রিক্যাল): ২৫ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)

যোগ্যতা:  পলিটেকনিক বা এআইসিটিই স্বীকৃত কোনও ইনস্টিটিউট থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিয়ারিং সঙ্গে ডিপ্লোমা করার পর কনস্ট্রাকশন/সুপারভিসন/ম্যানেজমেন্ট/ওঅ্যান্ডএমে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

বেতন: পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ৯০০০-৪০,৫০০টাকা। গ্রেড পে ৪৪০০টাকা সঙ্গে অন্যান্য ভাতাও আছে।

আরও পড়ুন: সুখবর! ৪০১ শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, রইল আবেদনের বিস্তারিত

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুায়ী বয়সসীমায় ছাড় পাবেন। 

প্রার্থী বাছাই পদ্ধতি: www.mscwb.org ওয়েবসাইট থেকে এই সম্পর্কে জানা যাবে।

আবেদনের ফি: ২২০টাকা, সংরক্ষিত আসনের প্রার্থী এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ৭০টাকা দিতে হবে। ডাউনলোড করা চালানের মাধ্যমে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১০৩৬৭৯৩৬-এ ফি দিতে হবে। চালান ডাউনলোড করা যাবে১৫ মার্চ ২০১৯ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থআকতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।

Tags:
.