কোরপান শাহ হত্যাকাণ্ডে ধৃত জসিমুদ্দিনের গোপন জবানবন্দি চায় পুলিস
কোরপান শাহ খুনে ধৃত জসিমউদ্দিনকে আদালতে গোপন জবানবন্দি দেওয়াতে চায় কলকাতা পুলিস। এর জন্য শিগগিরি আবেদন জানাতে চলেছে তারা। গোয়েন্দাদের দাবি, জেরায় ইতিমধ্যেই খুনের কথা স্বীকার করে নিয়েছেন জসিমউদ্দিন। যদিও জসিমউদ্দিনের আইনজীবীর দাবি, গোপন জবানবন্দি দিতে আদৌ রাজি নন তাঁর মক্কেল।
গত ১৫ নভেম্বর NRS হাসপাতালে হস্টেলে পিটিয়ে খুন করা হয় মানসিক প্রতিবন্ধী যুবক কোরপান শাহকে। খুনের ঘটনায় নাম জড়ায় কলেজের প্রথম ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্রের। প্রাথমিক বাধা কাটিয়ে তদন্তে নেমে প্রথম বর্ষের ছাত্র জসিমউদ্দিনকে গ্রেফতার করে পুলিস। পরে গ্রেফতার করা হয় আরও দুই ক্যান্টিনকর্মীকে। তবে বাকি অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বাকিদের বিরুদ্ধে সেভাবে তথ্যপ্রমাণও নেই পুলিসের কাছে। সেজন্যই, এবার ধৃত জসিমউদ্দিনকে আদালতে গোপন জবানবন্দি দেওয়াতে চায় পুলিস। গোয়েন্দাদের দাবি-
জসিমউদ্দিন সেদিনের ঘটনায় জড়িতদের নাম বলেছেন
নিজের অপরাধের কথাও স্বীকার করে নিয়েছেন
জসিমউদ্দিন জানিয়েছে, সেদিন করিডরে কোরপানকে প্রথমবার দেখেন তাঁরা
দিনকয়েকআগে জসিমউদ্দিনের মোবাইল চুরি গিয়েছিল
অজ্ঞাত পরিচয় কোরপানকে দেখেই চোরসন্দেহ তাঁকে পিটিয়ে মারা হয়
জসিমউদ্দিনের আইনজীবীর দাবি, গোপন জবানবন্দি দিতে আদৌ রাজি নন তাঁর মক্কেল। এদিন ধৃত জসিমউদ্দিনকে ৭ জানুয়ারি পর্য়ন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।