ভোটের আগে শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় নামলেন নগরপাল
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী নিরাপত্তায় খামতি রাখতে নারাজ কলকাতা পুলিস। সেকারণে শহরজুড়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল । শুক্রবার রাতে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন নগরপাল সুরজিত কর পুরকায়স্থ। সঙ্গে ছিলেন অন্যান্য উচ্চপদস্থ পুলিস কর্তারাও।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী নিরাপত্তায় খামতি রাখতে নারাজ কলকাতা পুলিস। সেকারণে শহরজুড়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল । শুক্রবার রাতে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন নগরপাল সুরজিত কর পুরকায়স্থ। সঙ্গে ছিলেন অন্যান্য উচ্চপদস্থ পুলিস কর্তারাও।
কলকাতা পুলিসের এলাকায় পড়ে চারটি লোকসভা নির্বাচন কেন্দ্র। এবার নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নির্বাচন কমিশনের। সেকারণে ভোটের আগে এই চার কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে কলকাতা পুলিস। শুক্রবার রাতে শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পথে নেমেছিলেন নগরপাল। রাত সাড়ে নটা নাগাদ তিনি পৌছন ধর্মতলা মোড়ে। রাতের গাড়িগুলিতে নজরদারি কীভাবে চলছে তা পর্যবেক্ষণ করেন তিনি। এরপর ঘুরে দেখেন বন্দর এলাকার নিরাপত্তার। পরে বেহালা ও নিউ আলিপুরেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। নগরপালের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিস কমিশনার, ডিসি ও একাধিক থানার ওসি।
ভোটের আগে দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যেই কলকাতার ৬৯টি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে । ভিন রাজ্য ও বাইরের জেলাগুলি থেকে অপরাধীরা যাতে শহরে ঢুকতে না পারে, সেজন্য রাতভর পেট্রোলিং ও নাকাবন্দি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে।